E Purba Bardhaman

২১শের সভায় যাবার পথে কন্যা সন্তান প্রসব, নাম রাখা হল একুশে

Trinamool Congress supporters are going to the 21 July martyr meeting

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের ছোটনীলপুর আমবাগান গভর্নমেণ্ট কলোনীর বাসিন্দা অধীর সরকার তাঁর ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রেখা সরকারকে নিয়ে ধর্মতলা যাবার পথে বাসেই রেখা দেবী কন্যা সন্তান প্রসব করলেন। আর ২১ শে জুলাইয়ের সভায় যাওয়ার পথে কন্যা সন্তান হওয়ায় সরকার দম্পতি নবাগতা কন্যার নামও রাখলেন একুশে। তৃণমূলের দলীয় সূত্রে জানা গেছে, বর্ধমান থেকে বাসে অন্যান্য দলীয় কর্মীদের সঙ্গে অধীরবাবু তাঁর ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে নিয়ে রওনা হয়েছিলেন। অধীরবাবুর দাবী, এর আগেও রেখাদেবী একুশের সভায় গেছেন। তাই এবারেও ৭ মাসের অন্তসত্ত্বা হয়েও তিনি সভায় যাবার জন্য আব্দার জানান। বাধ্য হয়েই অধীরবাবু স্ত্রীকে নিয়েই রওনা হন। পথে সিঙ্গুরের কাছে রেখাদেবীর প্রসব যন্ত্রণা শুরু হয়। কলকাতা ঢোকার মুখে বাসেই তিনি কন্যা সন্তান প্রসব করেন। এরপর তাঁকে প্রথমে সাগরদত্ত হাসপাতাল এবং সেখান থেকে আর জি করে নিয়ে যাওয়া হয়। তৃণমূল দলীয় সূত্রে জানা গেছে, বর্তমানে মা ও মেয়ে উভয়েই সুস্থ আছেন। যদিও বিজেপির দাবী, জোর করেই অন্তসত্ত্বা রেখাদেবীকে নিয়ে যাওয়া হয়েছিল। এদিকে, রবিবার সকাল থেকে বর্ধমান ষ্টেশন এবং ২নং জাতীয় সড়ক দিয়ে ধর্মতলার উদ্দেশ্যে যাওয়া গাড়ির তেমন দেখা মিলল না। ২০১৮ সালেও যেখানে ভোর থেকেই ২নং জাতীয় সড়ক দিয়ে হাজার হাজার তৃণমূলের দলীয় পতাকা লাগানো ছোটবড় অসংখ্য গাড়িকে যেতে দেখা গেছিল, ২০১৯-এর ২১ জুলাইয়ের সকালে কিন্তু সেই চিত্র একেবারেই দেখা গেল না। শুধু ২নং জাতীয় সড়ক দিয়েই নয়, এদিন দলীয় সমর্থকদের ঢল দেখা যায়নি বর্ধমান ষ্টেশনেও। এদিন সকাল ৬টা থেকেই হাওড়াগামী বিভিন্ন ট্রেনগুলিতে ভিড় তেমন দেখা যায়নি। কেবলমাত্র এদিন সকালের ৮টা ৩৫-এর বর্ধমান হাওড়া সুপার ট্রেনটিতেই ভিড় ছিল বেশ ভালই। কিন্তু তার আগে বা পড়ে কোনো ট্রেনেই তেমন কোনো ভিড় চোখে পড়েনি। যদিও এদিন ভোর থেকেই বর্ধমান ষ্টেশন এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্যাম্প করে ধর্মতলামুখী যাত্রীদের দেওয়া হয় ব্যাচ। সকাল থেকেই বর্ধমান ষ্টেশনে হাজির ছিলেন তৃণমূল নেতা তথা বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলার খোকন দাস। তিনি নিজেও এদিন ট্রেনেই রওনা হন ধর্মতলার উদ্দেশ্যে। যদিও তৃণমূল নেতাদের দাবী, অন্যান্যবারের তুলনায় এবার বর্ধমান থেকে অনেক বেশি কর্মী সমর্থক রওনা হয়েছেন একুশের সভায়।

Exit mobile version