E Purba Bardhaman

টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মাসিকে হেনস্তা, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলের আদালতে আত্মসমর্পণ

Trinamool councillor accused in Tollywood actress Subhashree Ganguly's menstrual harassment case surrenders in court

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- স্কুলের স্যানিটাইজার টানেল বসানোকে কেন্দ্র করে টলিউডের নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মাসি-সহ কয়েকজনকে হেনস্তায় অভিযুক্ত তৃণমূলের ৪ নম্বর ওয়াের্ডর কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর-সহ ৪ জন শনিবার বর্ধমান সিজেএম আদালতে আত্মসমর্পণ করেন। জামিনের আবেদনে তাঁদের আইনজীবী পার্থ হাটি বলেন, তদন্ত সম্পূর্ণ করে পুলিস চার্জশিট পেশ করেছে। যেসব ধারায় চার্জশিট পেশ হয়েছে তার সব ক’টিই জামিনযোগ্য এবং ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য। সওয়াল শুনে মামলার নির্ধারিত দিনে নিয়মিত হাজিরার শের্ত ৪ জনের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, শুভশ্রীর মাসি অনাবাসী ভারতীয় অনিতা গাটকারি দুবরাজপুরের দু’টি স্কুলে স্যানিটাইজার টানেল বসানোর সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়। সেইমতো ২০২১ সালের ১৫ নভেম্বর সকালে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে অনিতা, শুভশ্রীর মা বীনা গঙ্গোপাধ্যায়-সহ কয়েকজন দুবরাজদিঘি হাইস্কুলে টানেল বসাতে যান। সেই সময় প্রাক্তন কাউন্সিলর শেখ মহম্মদ আলি, বর্তমান কাউন্সিলর শেখ নুরুল আলম ওরফে সাহেব, মহম্মদ সামিম ও সৈয়দ আমিরুল হক ওরফে মুক্তো স্কুলে টানেল বসাতে বাধা দেন। এনিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সেই সময় কয়েকজন আগ্নেয়াস্ত্র, লাঠি, রড প্রভৃতি নিয়ে তাঁদের উপর আক্রমণ চালায়। টানেলটিরও ক্ষতি করা হয়। ঘটনায় কয়েকজন জখম হন। ঘটনার দিনই এনিয়ে শেখ হায়দার আলি থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মারধর, হুমকি ও অস্ত্র আইনে মামলা রুজু করে থানা। তদন্ত সম্পূর্ণ করে অভিযুক্ত চারজনকে পলাতক দেখিয়ে মারধর, ভাঙচুর ও হুমকি দেওয়ার ধারায় আদালতে চার্জশিট পেশ করে পুলিস। চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সিজেএম আদালত।

Exit mobile version