E Purba Bardhaman

মঙ্গলকোটে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, আহত ১

Trinamool group clash in Mangalkot, 1 seriously injured

মঙ্গলকোট (পূর্ব বর্ধমান) :- লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের কামালপুর এলাকায়। প্রাক্তন প্রধানের দেওরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে আটকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলেরই একটি গোষ্ঠীর বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান রহিম সেখের অনুগামীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল কর্মী সেখ সাবির আলি। এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে মঙ্গলকোট থানার পুলিশ। জানা গেছে, এলাকার দখল কার থাকবে তাই নিয়ে মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান শান্ত সরকার ও বর্তমান উপপ্রধান রহিম সেখের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাধে। আহত তৃনমূলকর্মী সেখ সাবির আলির অভিযোগ, তাঁরা প্রাক্তন উপপ্রধান শান্ত সরকারের সাথে দল করেন। গত পঞ্চায়েত ভোট থেকেই তিনি বাড়ি ছাড়া ছিলেন। রবিবার দুপুর নাগাদ বাড়ি ফিরতেই তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে আটকে রহিম সেখের লোকজন বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে মঙ্গলকোট ব্লক হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মঙ্গলকোট থানার পুলিশ। এই সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বদরুল সেখ ও মারফত আলি মল্লিক নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ধৃতদের কাটোয়া আদালতে পেশ করা হয়েছে।

Exit mobile version