E Purba Bardhaman

লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধির ঘোষণায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল

Trinamool Mahila Congress march in Kalna to thank the Chief Minister for announcing the increase in allowances for the Lakshmir Bhandar

কালনা (পূর্ব বর্ধমান) :- ২০২৪-২০২৫ অর্থবর্ষের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার ও মিড ডে মিল রাধুনীদের ভাতা বৃদ্ধির ঘোষণায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল করল কালনা ১ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস। এদিনের এই মিছিলে কালনা ১ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি ছন্দা সিংহ রায়, কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল-সহ অন্যান্য মহিলা নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। কালনার ধাত্রীগ্রাম তাঁত কাপড় মোড় থেকে মিছিল শুরু হয়, পোস্ট অফিস মোড়ে শেষ হয়। স্বপন দেবনাথ জানিয়েছেন, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে গ্রাম বাংলার মহিলারা আজ আত্মনির্ভর। স্বয়ম্ভর গোষ্ঠীর মাধ্যমে তাঁরা স্বাবলম্বী হয়েছেন। এছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী ও লক্ষ্মীভান্ডারের মতো প্রকল্পগুলো মহিলাদের শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে প্রভূত সহযোগিতা করছে। স্বপন দেবনাথ জানিয়েছেন, ২০২৪-২০২৫ বাজেটে মিড-ডে মিল রাধুনীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি ও জনজাতির মহিলাদের ভাতা মাসিক ১০০০ টাকা থেকে ১২০০ টাকা করা হচ্ছে এবং অন্যান্য মহিলাদের ভাতা মাসিক ৫০০ টাকার থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা করা হচ্ছে। আর এই সিদ্ধান্তের জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে এদিন এই মিছিল করা হলো।

Exit mobile version