বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে প্রতিবাদ জানিয়ে এবার অমিত শাহকে ৫১ হাজার চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের তরফে। যার অঙ্গ হিসাবে বুধবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রায় ৫ হাজার চিঠি পাঠানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে। রাজ্যের বিরুদ্ধে বিজেপি কর্মীদের সরকারী প্রকল্পে বঞ্চনার অভিযোগ এনে একদিকে ধর্মতলায় যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে যাকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। তখন এসবের মাঝে এবার পাল্টা কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিল পূর্ব বর্ধমান জেলা ছাত্র পরিষদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লির নর্থ ব্লকের ঠিকানায় পাঠানো হচ্ছে এই চিঠি।