বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিজেপি করা এবং বিজেপির বুথ ও কাউন্টি এজেন্ট থাকার অপরাধে এক প্রবীণ ব্যক্তিকে মারধর এবং বাড়ি ছাড়া করার হুমকি দেবার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় আতঙ্কিত ওই ব্যক্তি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ভোলানাথ গোস্বামী রাজ্যপাল-সহ নবান্ন এবং জেলা প্রশাসনের সমস্ত স্তরে অভিযোগ পাঠিয়েছেন বলে জানিয়েছেন। বর্ধমান থানার মীর্জাপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত এগ্রিকালচার মার্কেটিং বিভাগের ওই কর্মী ভোলানাথ গোস্বামী জানিয়েছেন, সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে তিনি বিজেপির বুথ এজেন্ট এবং কাউন্টি এজেন্ট ছিলেন। এজন্য ভোটের দিন তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ এই ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে কেসও চালু করেছে। তারই মাঝে শুক্রবার সকালে স্থানীয় এক তৃণমূল নেতা তাঁকে মারধর করে হুমকি দেয় কেস তুলে না নিলে তাঁকে এলাকা ছাড়া করে দেওয়া হবে। আকস্মিক এই ঘটনায় তিনি থানা-সহ বিভিন্ন প্রশাসনিক স্তরে এবং একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি-সহ জেলা সভাপতিকেও সমস্ত ঘটনা জানিয়েছেন। এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। যদিও এব্যাপারে তৃণমূলের মুখপাত্র প্রসেনজিত দাস অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বিজেপির কাজই হল মাঝে মাঝেই তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করা। ওই ব্যক্তিকে মারধর বা হুমকির অভিযোগ সঠিক নয়। পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন যখন পুলিশ তদন্ত করে নিশ্চয়ই ব্যবস্থা নেবে।