E Purba Bardhaman

আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

Trinamool's position protested demanding the hanging of the convicts in the RG Kar case

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে রবিবার বর্ধমান জেলাতেও প্রতিটি ব্লক-সহ জেলাস্তরে আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবী-সহ বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে অরাজকতা সৃষ্টির অভিযোগে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেস। এদিন বর্ধমান এবং কুসুমগ্রামের দুটি অবস্থান বিক্ষোভে হাজির হন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। বর্ধমান কার্জন গেটের সামনে অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস-সহ জেলার নেতৃত্বরা। এদিন অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে যেমন সোচ্চার হন তৃণমূল নেতারা। তেমনি এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং সিপিএম গোটা রাজ্য জুড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ তোলা হয়।

Exit mobile version