E Purba Bardhaman

বাম প্রার্থীর সমর্থনে ছাত্র সংগঠনের ত্রিফলা প্রচার

Triphala campaign of student organization in support of left candidate

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গুটি গুটি পায়ে লক্ষ্যের দিকে এগোচ্ছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সুকৃতি ঘোষাল। তীব্র গরম আর তার সঙ্গে রমজান মাস – এখনও প্রার্থীর পায়ে পা মেলানো লোকের তেমন একটা দেখা না পাওয়া গেলেও একেবারেই পরিকল্পনা করে তৃণমূল স্তর পর্যন্ত বামেদের প্রচারকে পৌঁছে দেওয়া চলছে জোরকদমে। সিপিআই(এম) প্রার্থীর সমর্থনে এবার অভিনব প্রচার কৌশল ব্যবহার শুরু করে দিল বাম ছাত্র সংগঠন এসএফআই। সুকৃতি ঘোষালের সমর্থনে এসএফআই-এর পক্ষ থেকে তৈরি করা হয়েছে দুই কার্টুন চরিত্রকে। দেওয়ালে দেওয়ালে সেই দুই কার্টুন চরিত্র সাম্য আর আরিফার কথোপকথনকে ফুটিয়ে তোলা হচ্ছে। রাজ্যের নিয়োগ দুর্নীতি, চাকরি সমস্যা, শিক্ষার বেহাল অবস্থা থেকে শুরু করে ধর্মীয় বিভাজন মূলক রাজনীতি সমস্ত কিছুকেই তুলে ধরা হচ্ছে দেওয়ালে দেওয়ালে। এসএফআই-এর পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরি জানিয়েছেন, ভোট ঘোষণার পর ইউজি এবং পিজি পরীক্ষা ছিল। তাই পরীক্ষা শেষ হতেই এসএফআই কর্মীরা কোমর বেঁধে প্রচারে নেমেছেন। মূলত ৩টি ভাগে এই প্রচারে জোর দেওয়া হয়েছে। একদিকে, ছড়া, কার্টুন চরিত্র, ছবিতে দেওয়ালে দেওয়ালে চলছে প্রচার। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে দেওয়া হচ্ছে ছড়া, ছবির প্রচারকে। তৃতীয়ত, একটি করে দল বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন। অনির্বাণ জানিয়েছেন, শুধু দেওয়া লিখন নয়, দেওয়াল লিখন থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার, লিফলেট বিলি, মিটিং মিছিল থেকে শুরু করে ফেসবুকের ওয়াল সবেতেই ছাত্রদের প্রতিনিধি হিসাবে তৃণমূল ও বিজেপি এই দুই সরকারকে পরাস্ত করতে নেটে ও হেঁটে উভয় ময়দানেই জোড় কদমে কোমর বেঁধে লড়তে নেমেছেন তাঁরা।

Exit mobile version