E Purba Bardhaman

মেয়াদ উত্তীর্ণ ই-চালান ব্যবহার করে বালি পাচারের অভিযোগে ধৃত ট্রাক চালক

4 people arrested for involvement in sand smuggling business by creating fake Government website.

খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- মেয়াদ উত্তীর্ণ ই-চালান ব্যবহার করে বালি পাচারের অভিযোগে এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিস। ধৃতের নাম বাপন মণ্ডল। আউশগ্রাম থানার বননবগ্রামে তার বাড়ি। বালি বোঝাই ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে বর্ধমান-বাঁকুড়া রোড ধরে সালুনের দিক থেকে বালি বোঝাই ট্রাকটি আসছিল। দইচাঁদার কাছে পুলিস ট্রাকটিকে আটকায়। চালক একটি চালান দেয়। তাতে শুক্রবার চালানটি কাটা হয়েছে এবং সেটি শনিবার সন্ধ্যা ৬টা ৪২ পর্যন্ত বৈধ বলে উল্লেখ রয়েছে। সন্দেহ হওয়ায় পুলিস চালানটির কিউআর কোড পরীক্ষা করে দেখতে পায়, সেটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। চালানে গরমিল করা হয়েছে। এরপরই জাল নথিপত্র তৈরি করে প্রতারণা ও চুরির ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে চালককে গ্রেপ্তার করে পুলিস। এর আগে ভুয়ো সরকারি ওয়েবসাইট খুলে জাল ই-চালান তৈরির একটি চক্রের হদিশ পেয়েছে খণ্ডঘোষ থানার পুলিস। চক্রের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে পুলিস হেফাজতে রয়েছে। ধৃত ট্রাক চালককে শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের ৩ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।

Exit mobile version