E Purba Bardhaman

বর্ধমানে তৈরি হচ্ছে দু’টি অ্যাথলেট অ্যাকাডেমি

Two athletes academies are being built in Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমানে তৈরি হচ্ছে দু’টি অ্যাথলেট অ্যাকাডেমি। বর্ধমান ২ ব্লকের রায়পুর কাশিয়াড়া স্কুল সংলগ্ন মাঠ এবং বর্ধমানের নবাবহাট এলাকার একটি টাউনসিপে এই দুই অ্যাকাডেমি গড়ার কথা সোমবার ঘোষণা করা হলো। এদিন সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, রায়পুর কাশিয়াড়া স্কুল সংলগ্ন যে মাঠ সেখানে ৬.২ একর জায়গা রয়েছে। সেই জায়গাতেই তাঁরা এই অ্যাকাডেমি গড়তে চলেছেন। এদিন এই মাঠ পরিদর্শন করেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, ১৯৮৩-র ক্রিকেট বিশ্বকাপ জয়ী খেলোয়াড় সন্দীপ পাতিল, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক প্রমুখরা। এদিন জানান হয়েছে, উদ্যোক্তারা গোটা বিষয়টি নিয়ে একটি পরিকল্পনা তৈরি করছেন। খুব শীঘ্রই এই কাজ শুরু হবে। ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেনিস, খোকো, কাবাডি প্রভৃতির প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। তাঁদের লক্ষ্য, বাংলার প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরা। ইতোমধ্যেই দক্ষিণ ২৪ পরগণার পৈলানে তাঁদের অ্যাকাডেমির কাজ শুরু হয়ে গেছে। অন্যদিকে, এদিন সাংসদ কীর্তি আজাদ জানিয়েছেন, ভালো কাজ ফেলে রাখতে নেই। তাই এই ধরনের প্রস্তাব পেয়েই তিনি জানিয়েছেন, সবরকমের সহযোগিতা করবেন। এদিন সন্দীপ পাতিল জানিয়েছেন, ছেলেমেয়েদের মধ্যে খেলাধুলার প্রসার ঘটাতেই এই উদ্যোগ। এখন আর বাংলার ছেলেমেয়েদের বাইরে যেতে হবে না। এখান থেকেই তাঁরা প্রয়োজনীয় উন্নত ও আধুনিক প্রশিক্ষণ পেতে পারবেন। অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন বর্ধমানের দুই বিধায়ক খোকন দাস, নিশীথ মালিক, বিডিএ-র ভাইস চেয়ারম্যান আইনুল হক প্রমুখরা। যদিও এদিন সাংবাদিক বৈঠক চলাকালীন ওই টাউনসিপের আবাসিকরা এই টাউনসিপে আবাসিকদের জন্য নির্দিষ্ট মাঠে অ্যাকাডেমি গড়া নিয়ে আপত্তি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জানান, এই সমস্ত আবাসিকদের জন্যই অ্যাকাডেমি গড়ায় বাধা সৃষ্টি হচ্ছে।

Exit mobile version