বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দুই পাখি শিকারিকে গ্রেপ্তার করেছে বন দপ্তর। উদ্ধার হয়েছে ৫টি পাখি, বেশ কয়েকটি পাখি ধরার জাল ও একটি ব্যাগ। ধৃতদের নাম সঞ্জয় ঢালি ও তপন মণ্ডল। কাঁকসা থানার গোপালপুরের উত্তরপাড়ায় ধৃতদের বাড়ি। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কয়েকজন কাঁকসা থানার সোদপুর ঘাটে জাল বিছিয়ে পাখি ধরছিল। খবর পেয়ে পানাগড় ফরেস্টের রেঞ্জার সুভাষ চন্দ্র পালের নেতৃত্বে বনদপ্তরের একটি টিম সেখানে হানা দিয়ে ওই দু’জনকে ধরে। কয়েকজন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে একটি স্নাইপ, দু’টি নাইট হেরন ও দু’টি রেড ওয়াটেল্ড ল্যাপিং পাখি উদ্ধার হয়েছে। ঘটনার বিষয়ে রেঞ্জার অভিযোগ দায়ের করেন। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের জামিন মঞ্জুর করেন সিজেএম। বর্ধমান বিভাগীয় বনদপ্তরের সহকারী বনাধিকারিক সোমনাথ চৌধুরী জানিয়েছেন, শীতের মরশুমে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিদের আনাগোনা হয় পূর্ব বর্ধমান জেলায়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে পরিযায়ী পাখিদের শিকার করতো ধৃতরা।