Site icon E Purba Bardhaman

জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই ভাই

মেমারি (পূর্ব বর্ধমান) :- জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ। ধৃতদের নাম মধুসূদন মণ্ডল ও ত্রিদিব মণ্ডল। উত্তর ২৪ পরগণার সন্দেশখালি থানার আগাহাটিতে তাদের বাড়ি। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম রতন কুমার গুপ্তা।
পুলিশ জানিয়েছে, মেমারি থানার কেন্না গ্রামের বাসিন্দা কিঙ্কর মৃধার সঙ্গে মধুসূদন ও ত্রিদিবের পরিচয় ছিল। কিছুদিন আগে মধুসূদন বিশেষ প্রয়োজনে তাদের যৌথ সম্পত্তির নিজের অংশ কিঙ্করকে কেনার প্রস্তাব দেয়। ১ লক্ষ ৭৩ হাজার টাকা সম্পত্তির দাম ঠিক হয়। কিঙ্কর মধুসূদনকে ৮০ হাজার টাকা দেন। পরে আরও ৬৫ হাজার টাকা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মধুসূদনের অ্যাকাউন্টে জমা দেন তিনি। কিন্তু, সমস্যার কথা জানিয়ে সম্পত্তি কিঙ্করের নামে রেজিস্ট্রি করে দেয়নি মধুসূদন। এর কিছুদিন পর ত্রিদিবও তার অংশ কিঙ্করকে বিক্রি করতে চায় বলে জানায়। তাতে রাজি হন কিঙ্কর। ২ দফায় ত্রিদিবকে ১ লক্ষ টাকা দেন তিনি। জমি বিক্রির ব্যাপারে দু’পক্ষের মধ্যে একটি চুক্তি হয়। এ বছরের ১৯ জানুয়ারি সম্পত্তি হস্তান্তরের কথা ছিল। কিন্তু, তারা তা করেনি। বাধ্য হয়ে সিজেএম আদালতে মামলা করেন কিঙ্কর। কেস রুজু করে তদন্তের জন্য মেমারি থানার ওসিকে নির্দেশ দেন সিজেএম। কেস রুজু করে সন্দেশখালি থানার মাধ্যমে অভিযুক্ত দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য মেমারি থানায় ডেকে পাঠান তদন্তকারী অফিসার রামেশ্বর মাহাত। যদিও তারা তদন্তে পুলিশকে সাহায্য করেনি। থানায় হাজির হয়নি তারা। এদিন সকালে তারা একই জমি অন্যজনকে বিক্রি করতে মেমারিতে আসে। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

Exit mobile version