বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মহারাষ্ট্রের নাগপুরের নারখেদ থানা এলাকার কৃষি উৎপাদন সংস্থার পাঠানো প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার মুসাম্বি আত্মসাতের অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম অলোক কুমার বিশ্বাস ও পার্থ বিশ্বাস। মেমারি থানার রসুলপুরের নতুনরাস্তা এলাকায় তাদের বাড়ি। মঙ্গলবার সন্ধ্যায় মেমারি থানার সাহায্য নিয়ে নারখেদ থানার পুলিস বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। ধৃতরা ফল ব্যবসায়ী। ধৃতদের বুধবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতদের নাগপুরে নিয়ে যাওয়ার জন্য ৭ দিন ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় নারখেদ থানার পুলিস। ৪ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন সিজেএম চন্দা হাসমত। ৪ ফেব্রুয়ারি ধৃতদের নারখেদের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন সিজেএম। নির্দেশ কার্যকর করা সংক্রান্ত রিপোর্ট ৫ ফেব্রুয়ারি ই-মেইল করে বর্ধমান সিজেএম আদালতে পাঠানোর জন্য তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর নারখেদের একটি কৃষি উৎপাদন সংস্থার কাছ থেকে ১৬ টন ৪২০ কেজি মুসাম্বি আনায় অভিযুক্তরা। মুসাম্বি আনার জন্য ভাড়া করা লরির চালককে ৫০ হাজার টাকা দেওয়ার জন্য বলা হয়। সংস্থাটি টাকা ও মুসাম্বি পাঠিয়ে দেয়। কিন্তু, মুসাম্বির দাম বাবদ সংস্থার প্রাপ্য ৬ লক্ষ ৪৯ হাজার টাকা অভিযুক্তরা দেয়নি। এছাড়াও চালককে দেওয়া ৫০ হাজার টাকাও তারা আত্মসাৎ করে নিয়েছে বলে অভিযোগ। এনিয়ে চান্দুর রামভাও সোনবরষে ও তাঁর ভাই আন্তা রামভাও সোনবরষে নারখেদ থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় মামলা রুজু হয়েছে।