E Purba Bardhaman

রাজ্য সরকারের কন্যাশ্রী প্রচারে জায়গা করে নিল বর্ধমানের দুই মেয়ে

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ১৪ আগষ্ট কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে যে প্রচারাভিযান শুরু হচ্ছে সেখানে জায়গা পেল বর্ধমানের দুই কন্যাশ্রী অদ্রিতা সরকার এবং দিগন্তিকা সোম। মেমারি রসিকলাল স্মৃতি বিদ্যামন্দিরের ছাত্রী দিগন্তিকা সোম। অদ্রিতা সরকার বর্ধমানের বিদ্যার্থীভবন গার্লস হাইস্কুলের ছাত্রী। বর্ধমান জেলা কন্যাশ্রী প্রকল্পের আধিকারিক শারদ্বতি চৌধুরী জানিয়েছেন, আগামী ১৪ আগষ্ট গোটা রাজ্য জুড়েই পালিত হবে কন্যাশ্রী দিবস। গতবছর থেকেই পূর্ব বর্ধমান জেলা জেলার নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের অধিকারী কন্যাশ্রী মেয়েদের নিয়ে ক্যালেণ্ডার, ভিডিও ক্লিপিং তৈরী করে প্রচার শুরু করেছিল। আর এবার কার্যত বর্ধমানের দেখানো পথেই রাজ্য সরকারও গোটা রাজ্যের ২০টি জেলা থেকে বাছাই করা ১৪জন কন্যাশ্রী মেয়েকে নিয়ে তৈরী করেছে ভিডিও ক্লিপিংস, পোষ্টার – যা রাজ্যের অন্যান্য স্কুলগুলিতে দেখিয়ে মেয়েদের উত্সাহ প্রদান করা হবে। শারদ্বতি চৌধুরী জানিয়েছেন, রাজ্য সরকারে পক্ষ থেকে যে ১৪ জন কন্যাশ্রী ক্লাবের মেয়েদের নামের তালিকা তৈরী করা হয়েছে তার মধ্যে পূর্ব বর্ধমান জেলার দু’জন কন্যাশ্রী ছাত্রী রয়েছেন। মেমারি রসিকলাল স্মৃতি বিদ্যামন্দিরের দিগন্তিকা সোম ও বর্ধমান বিদ্যার্থীভবন গার্লস হাইস্কুলের অদ্রিতা সরকার। দু’জনেই নিজস্ব ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরী করেছে বলে আগেই জেলা থেকে প্রকাশিত পোষ্টার ও ভিডিও ক্লিপিংয়ে এদের ছবি দিয়ে প্রচার চালানো হয়েছিল। এবারে রাজ্য সরকারের তালিকায় তারা জায়গা করে নিল। তিনি জানিয়েছেন, এবারও পূর্ব বর্ধমান জেলায় কন্যাশ্রী দিবসে পাঁচজন কন্যাশ্রী ক্লাবের সদস্যকে তাদের দৃষ্টান্ত তুলে ধরার জন্য প্রচারের আলোয় আনা হচ্ছে। গুসকরা বালিকা বিদ্যালয়ের অনন্যা মিস্ত্রি ও গুসকরা মিউনিসিপ্যাল হাইস্কুলের অঞ্জলি বিশ্বাস থাকছে মহিলাদের মধ্যে ভালো ফুটবল খেলার জন্য। অভাবকে জয় করে এগিয়ে যাওয়ার স্বপ্ন। বর্ধমান হরিসভা হাইস্কুলের প্রগতি ধর ক্যারাটে চাম্পিয়ান হবার জন্য। মেমারি রসিকলাল স্মৃতি বিদ্যামন্দিরের বৃষ্টি মুখোপাধ্যায় বিশ্ব দাবা চ্যাম্পিয়ানশিপে প্রথম হবার জন্য। আর ইছলাবাদ গার্লস হাইস্কুলের লিপি বিশ্বাস নিজের বিয়ে নিজে রুখে দিয়ে এবারের মাধ্যমিকে ভালো ফল করে উচ্চমাধ্যমিকে ভর্তি হয়েছে।`

Exit mobile version