Site icon E Purba Bardhaman

রায়নায় পরিত্যক্ত বাড়ি ও তৃণমূল নেতার বাগান থেকে উদ্ধার দুই ড্রাম বোমা

রায়না (পূর্ব বর্ধমান) :- রায়না থানার জোতসাদি গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি ও এক তৃণমূল নেতার বাগান থেকে ৬০টি সকেট বোমা উদ্ধার হয়েছে। বোমাগুলি ২টি প্লাস্টিকের ড্রামে রাখা ছিল। বোমা উদ্ধার হওয়ার ঘটনায় তৃণমূল নেতার ভাইপো বোদিয়াল মল্লিককে পুলিস গ্রেপ্তার করেছে। তার সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে শেখ নাসিরউদ্দিনকে। জোতসাদি গ্রামেই তাদের বাড়ি। তৃণমূল নেতা লালন মল্লিক ওরফে লালনের নির্দেশে বোমা মজুত করা হয়েছিল বলে ধৃতরা পুলিসকে জানিয়েছে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতদের ১৪ দিন নিজেদের হেপাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতদের ৯ দিন পুলিসি হেপাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য আদালতে আবেদন জানায় পুলিস। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য সিআইডির বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।
পুলিস জানিয়েছে, সোমবার গভীর রাতে জোতসাদি গ্রামের মল্লিকপাড়া থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাড়িতে বোদিয়াল ও নাসিরউদ্দিনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিস। পুলিসকে দেখে তারা লুকানোর চেষ্টা করে। তাদের ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিস। পরিত্যক্ত বাড়ির একটি ঘর থেকে ড্রামে মজুত করে রাখা ৩০টি সকেট বোমা উদ্ধার করা হয়। বোমাগুলি স্টিলের ধাতব পাত দিয়ে মোড়া ছিল। জিজ্ঞাসাবাদে বোদিয়াল ও নাসিরউদ্দিন পুলিসকে জানায়, আরও এক ড্রাম বোমা লালনের বাগানে লুকিয়ে রাখা আছে। তাদের নিয়ে লালনের বাগানে যায় পুলিস। সেখান থেকে একটি ড্রামে রাখা ৩০টি বোমা মেলে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জেনেছে, ঈদের দিন জোতসাদি গ্রামে জোরে বাইক চালানো নিয়ে শাসক দলের দুটি গোষ্ঠীর মধ্যে বিরোধ বাধে। সেদিন সন্ধ্যায় জোতসাদি গ্রামের মল্লিকপাড়ায় শাসক দলের পার্টি অফিসে এনিয়ে সভা বসে। সভা পণ্ড হয়ে যাওয়ার পর এক গোষ্ঠী বোমাবাজি শুরু করে। বোমাবাজিতে আনিসুর মল্লিক নামে এক যুবকের মৃত্যু হয়। লালনের বিরোধী গোষ্ঠীর লোকজনের বোমাবাজিতে আনিসুর মারা যায়। সেই ঘটনার বদলা নিতে লালনের নির্দেশে কিছুদিন ধরে পরিত্যক্ত বাড়িটিতে বোমা তৈরি করা হয়। তারপর সেগুলি লালনের বাগানে নিয়ে যাওয়া হচ্ছিল। আনিসুরের খুনের বদলা নিতে এবং এলাকায় কর্তৃত্ব কায়েমের জন্য শক্তি প্রদর্শন করতে লালন বোমা মজুত করে বলে জেনেছে পুলিস। পুলিস আরও জানিয়েছে, বিভিন্ন সময়ে রায়না থানার বিভিন্ন এলাকায় গণ্ডগোল বেধেছে। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এমনকি সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিস।

Exit mobile version