গলসী (পূর্ব বর্ধমান) :- দলমার দুই দাঁতালকে ঘিরে বুধবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের গলসী থানার সিমনোড় এলাকায়। দামোদর পেড়িয়ে এদিন সাত সকালেই দুই পুরুষ দাঁতাল হাজির হয় সিমনোড় গ্রামে। সাত সকালেই হাতির খবর পেয়ে গোটা এলাকায় বাড়ে কৌতূহলও। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় গলসী থানার পুলিশ থেকে জেলা বন দপ্তরের আধিকারিকরাও। বুধবার সন্ধ্যে পর্যন্ত পাওয়া খবরে হাতি কোনো ক্ষয়ক্ষতি করেনি বলে গ্রামবাসী এবং জেলা বন দপ্তর সূত্রে জানা গেছে। সিমনোড় গ্রামের বাসিন্দা মোর্তজা মণ্ডল জানিয়েছেন, এদিন ভোর ৫টা নাগাদ দুটি বড় পুরুষ দাঁতাল হাতি দামোদর পেড়িয়ে গলসীর সিমনোড় গ্রামে ঢুকে পড়ে। যেহেতু বৃষ্টি তথা জলের অভাবে এবছর ধান রোয়ার কাজ অনেকটাই দেরীতে শুরু হয়েছে। তাই ফসলের তেমন কোনো ক্ষতি এখনও হয়নি।