E Purba Bardhaman

গলসীতে ঢুকল দলমার দুই দাঁতাল, চাঞ্চল্য

Two elephants in the Dalma area, who came to Galsi, Purba Bardhaman

গলসী (পূর্ব বর্ধমান) :- দলমার দুই দাঁতালকে ঘিরে বুধবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের গলসী থানার সিমনোড় এলাকায়। দামোদর পেড়িয়ে এদিন সাত সকালেই দুই পুরুষ দাঁতাল হাজির হয় সিমনোড় গ্রামে। সাত সকালেই হাতির খবর পেয়ে গোটা এলাকায় বাড়ে কৌতূহলও। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় গলসী থানার পুলিশ থেকে জেলা বন দপ্তরের আধিকারিকরাও। বুধবার সন্ধ্যে পর্যন্ত পাওয়া খবরে হাতি কোনো ক্ষয়ক্ষতি করেনি বলে গ্রামবাসী এবং জেলা বন দপ্তর সূত্রে জানা গেছে। সিমনোড় গ্রামের বাসিন্দা মোর্তজা মণ্ডল জানিয়েছেন, এদিন ভোর ৫টা নাগাদ দুটি বড় পুরুষ দাঁতাল হাতি দামোদর পেড়িয়ে গলসীর সিমনোড় গ্রামে ঢুকে পড়ে। যেহেতু বৃষ্টি তথা জলের অভাবে এবছর ধান রোয়ার কাজ অনেকটাই দেরীতে শুরু হয়েছে। তাই ফসলের তেমন কোনো ক্ষতি এখনও হয়নি। মোর্তজা মণ্ডল জানিয়েছেন, গ্রামবাসীরা সবসময় নজরে রেখেছেন দুটি হাতিকে। অপরদিকে জেলা বন দপ্তরের এডিএফও সুজিত দাস জানিয়েছেন, এদিন ভোরে দলমার দুই দাঁতাল বাঁকুড়ার বড়জোড়া জঙ্গল পেড়িয়ে গলসীর সিমনোড় এলাকায় ঢুকে পড়ে। খবর পেয়েই পূর্ব বর্ধমান জেলার বন দপ্তরের হুল্লা পার্টি সহ বড়জোড়া থেকেও হুল্লা পার্টিকে আনা হয়। পরিস্থিতি নজরে রাখতে সকাল থেকেই ঘটনাস্থলে হাজির হন জেলা বনাধিকারিক দেবাশীষ শর্মা সহ গলসী থানার পুলিশ। সুজিতবাবু জানিয়েছেন, তাঁরা আশা করছেন অন্ধকার নামতেই হাতি দুটিকে দামোদর পেড়িয়ে বড়জোড়া জঙ্গলের দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে।

Exit mobile version