E Purba Bardhaman

টোটো পার্কিং নিয়ে মেমারী স্টেশনে হাতাহাতি

Two parties clashed at Memari station over Toto parking.

মেমারী (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার মেমারী স্টেশনের টোটো পার্কিংকে ঘিরে হাতাহাতিতে জড়ালো তৃণমূলের দুই গোষ্ঠী। এই ঘটনায় মেমারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আইএনটিটিইউসির সভাপতি মহম্মদ গব্বর-সহ মোট ৪জন জখম হয়েছেন। এদিন টোটো চালকরা অভিযোগ করেছেন, আগে তাঁদের মেমারী স্টেশন এলাকায় টোটো পার্কিং করতে হলে মাসে ১৯০টাকা করে দিতে হত। সম্প্রতি তাঁরা শুনছেন মহম্মদ আসরফ নামে এক ব্যক্তি এই পার্কিংয়ের বরাত পেয়েছেন। এরপরই মহম্মদ গব্বর প্রতিটি টোটো চালকদের কাছ থেকে প্রতিদিন ৪০ টাকা করে দাবি করে। মহম্মদ ইমতিয়াজ, রবি মাহাতো প্রমুখ টোটো চালকরা জানিয়েছেন, আজ সকালে তাঁরা টোটো লাগিয়েছিলেন। আর পি এফ এসে সাইডে লাগাতে বলে। আমরা সঙ্গে সঙ্গে সরিয়ে দিই। কিছু সময় পরে মহম্মদ গব্বরের লোকজন এসে পার্কিং ফি চায় ৪০ টাকা করে। এনিয়ে বচসা হলে তাঁদের ওপর চড়াও হয়, মারধর করে। টোটো চালকরা জানিয়েছেন, ওরা দাবি করেছে বাইরের টোটো স্টেশন চত্বরে ঢুকলে ১০ টাকা। আর যেগুলো স্টেশনের স্ট্যান্ডে দাঁড়াবে প্রতিদিন ৪০ টাকা করে দিতে হবে। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এদিন সকালে উত্তেজনা ছড়ায় মেমারী স্টেশন চত্বরে। যদিও এদিন মহম্মদ গব্বর জানিয়েছেন, তাঁকে টোটো চালকেরা মারধর করেছে। রাস্তায় যানজট করেছিল। আর পি এফ বারণ করেছিল, সরিয়ে দিয়েছে। তাই ভেবেছে আমি করিয়েছি তাই আমাকে মারধর করেছে।

Exit mobile version