বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কলকাতা আসানসোলগামী বেসরকারী ভলভো বাসের ধাক্কায় দু’জনের মৃত্যু হল। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত্রি প্রায় আটটা নাগাদ বর্ধমানের উল্লাস মোড়ের কাছে বামবটতলায় ২নং জাতীয় সড়কের ধারে মোটরবাইক নিয়ে দাঁড়িয়েছিলেন বর্ধমান শহরের অফিসার্স কলোনীর বাসিন্দা প্রণব সারথী দত্ত (৬৪) এবং বড়নীলপুর সুকান্তপল্লীর বাসিন্দা দেবব্রত দেবনাথ (৪৫)। সেই সময় ওই বাসটি দ্রুতগতিতে এসে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই দেবব্রত দেবনাথের। আশঙ্কাজনক অবস্থায় প্রণব সারথী দত্তকে বর্ধমানের একটি বেসরকারী হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও কণ্ডাক্টর পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে। বামবটতলা, উল্লাস প্রভৃতি এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সেখানে রাস্তার আলো এবং ট্রাফিক পুলিশ দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। যদিও, জাতীয় সড়ক কর্তৃপক্ষের বক্তব্য, উল্লাস মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু আছে। রস্তার আলো নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।