বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দোকানে নকল সোনার চেন দিয়ে নতুন গয়না কিনতে এসে ধরা পড়ল দুই যুবক। স্থানীয় ব্যবসায়ীরা দু’জনকে ধরে বর্ধমান থানার পুলিসের হাতে তুলে দেয়। পরে দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে প্রতারণার মামলা রুজু করে দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম নির্মল সাউ ও জীতেন্দ্রনাথ মিশ্র। পূর্ব মেদিনিপুরের এগরা থানার কসবায় জীতেন্দ্রনাথের বাড়ি। এগরা থানারই বারিদায় নির্মলের বাড়ি। ধৃতরা এই কায়দায় বিভিন্ন সোনার দোকানে প্রতারণা করেছে বলে প্রাথমিকভাবে পুলিসের সন্দেহ। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। প্রতারণার বিষয়ে বিশদে জানতে নির্মলকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। তাকে ৪ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নিের্দশ দেন সিজেএম। অপরজনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ফের আদালতে পেশের নিের্দশ দেন বিচারক।
পুলিস জানিয়েছে, বুধবার রাত ৮টা নাগাদ ওই দু’জন বর্ধমান শহরের জহুরিপট্টির বকুলতলা এলাকায় জগন্নাথ দে-র দোকানে আসে। তারা পুরানো সোনার গয়না দিয়ে নতুন গয়না কিনবে বলে দোকানের মালিককে জানায়। তারা একটি ৫০ গ্রাম ২০০ মিলিগ্রাম ওজনের সোনার চেন দোকানের মালিককে দেয়। চেনটিতে হলমার্ক দেওয়া ছিল। দোকানের মালিকের বিশ্বাস অর্জনের জন্য সোনার চেনের একটি বিলও দেখায় তারা। এরপর তারা সোনার গয়না দেখতে চায়। সোনা দেখে দোকানের মালিকের সন্দেহ হয়। তিনি সোনা পরীক্ষা করে বুঝতে পারেন, সেটি নকল। এরপর বিলে দেওয়া দোকানের নম্বর ও ঠিকানা সম্পের্ক তিনি খোঁজখবর শুরু করেন। ওই নামে কোনও দোকান নেই বলে তিনি জানতে পারেন। এরপরই স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় দু’জনকে আটকে রেখে তিনি থানায় খবর দেন।