Site icon E Purba Bardhaman

অন্য কোম্পানীর লেবেল দিয়ে বেকারীর খাবার, গ্রেপ্তার ২, বাজেয়াপ্ত মাল

Photo :- bapujicake.com

Photo :- bapujicake.com

মেমারী (পূর্ব বর্ধমান) :- নামী কোম্পানীর লেবেল দিয়ে নিম্নমানের বেকারীর খাবার বিক্রি করার অভিযোগে বুধবার মেমারী থানার পুলিশ গ্রেপ্তার করল ওই বেকারীর ম্যানেজার এবং কর্মীকে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে বেকারীর খাবার, অন্য কোম্পানীর লেবেল এবং রাসায়নিক পদার্থ। ধৃতদের মধ্যে রয়েছেন বেকারীর ম্যানেজার বিশ্বজিত ঘোষ এবং সেখ আব্দুল রহমান নামে এক বেকারীর কর্মীকে। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাপুজী বেকারীর কর্ণধার বেণী মল্লিক এনফোর্সমেণ্ট ব্রাঞ্চের কাছে অভিযোগ করেন, তাঁদের বেকারীর লেবেল দিয়ে বাজারে নিম্নমানের খাবার সরবরাহ করছেন মেমারীর একটি বেকারী। এরপরই গোপনে তদন্তে নামে এনফোর্সমেণ্ট ব্রাঞ্চ। বুধবার সকালে আচমকা মেমারী পুলিশকে সঙ্গে নিয়ে ডিইবি অফিসাররা হানা দেন ওই বেকারীতে। গ্রেপ্তার করা হয় দুজনকে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, যে রাসায়নিক পদার্থ উদ্ধার হয়েছে সেগুলি পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে পাঠানো হচ্ছে। নকলের অভিযোগ হওয়া বেকারীর পক্ষে জানান হয়েছে, তাঁদের বেকারীতে কোনও কোম্পানীর নামে নকল পণ্য তৈরী করা হয়নি। তাঁদের কোম্পানির নাম ‘বাবুজী’।

Exit mobile version