E Purba Bardhaman

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে অকাল বৃষ্টিতে গোটা জেলা জুড়ে চাষে ব্যাপক ক্ষতি – জেলাশাসক

Untimely rains due to Cyclone Migjaum cause massive damage to crops across the district - district magistrate

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে অকাল বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলায় চাষে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানালেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি। যদিও তিনি জানিয়েছেন, এখনও ক্ষয়ক্ষতির পুরো হিসাব এসে পৌঁছায়নি। তিনি জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় বৃষ্টি হয়েছে প্রথম দিন ৩২.১ মিলিমিটার এবং দ্বিতীয় দিন বৃষ্টি হয়েছে ৪১.৯ মিলিমিটার। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই জেলার ৮০ শতাংশ মাঠেই ধান কাটা হয়ে গেছে। বাকি প্রায় ৭৬ হাজার হেক্টর বাকি ছিল (২০ শতাংশ) সেটাই বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি জানিয়েছেন, সব থেকে বেশি ক্ষতি হয়েছে আলু চাষে। তিনি জানিয়েছেন, জেলায় প্রায় ৫২ হাজার হেক্টরে আলু লাগানো হয়ে গেছে। এর মধ্যে প্রায় ৪৩ হাজার হেক্টর এলাকারই ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। এরই পাশাপাশি শাক সব্জীর বড় অংশের ক্ষতি হয়েছে। তিনি জানিয়েছেন, শাক সব্জীর ক্ষেত্রে প্রায় ৫ হাজার ৩০০ হেক্টরে ক্ষতি হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, এলাকায় এলাকায় কৃষি আধিকারিকরা ক্ষতির পরিমাপ করছেন। সেই রিপোর্ট আসার পর সম্পূর্ণ চিত্র পাওয়া যাবে।
এদিকে জেলা কৃষি দপ্তর সূত্রে জানাগেছে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার ২১৫ টি গ্রাম পঞ্চায়েত এলাকার ২০৮৩ টি মৌজায় চাষের ক্ষতি হয়েছে। ৫১ হাজার ২৮৯ হেক্টর জমতি আলু চাষ হয়েছিল, ক্ষতির সম্ভাবনা রয়েছে ৪৬ হাজার ১১৭ হেক্টর এলাকা। ৩ লক্ষ ৭৭ হাজার ৪৫৫ হেক্টর জমতি ধান হয়েছিল, ক্ষতির সম্ভাবনা রয়েছে ৭৬ হাজার ৪০২ হেক্টর এলাকা। ৫ হাজার ৩১০ হেক্টর জমতি সবজি চাষ হয়েছিল, ক্ষতির সম্ভাবনা রয়েছে ৫ হাজার ৩১০ হেক্টর এলাকা। ২৮ হাজার ৪৭০ হেক্টর জমতি সরষে চাষ হয়েছিল, ক্ষতির সম্ভাবনা রয়েছে ২৮ হাজার ৪৭০ হেক্টর এলাকা। ৭ হাজার ৭১৩ হেক্টর জমতি ডাল চাষ হয়েছিল, ক্ষতির সম্ভাবনা রয়েছে ৭ হাজার ৭১৩ হেক্টর এলাকা।


Exit mobile version