বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অনৈতিকভাবে বেশ কিছু শিক্ষককে বদলী করার প্রতিবাদে এবং তাদের পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে আসার দাবী, কেন্দ্রীয় হারে বেতন কাঠামো রুপায়নের দাবী সহ কয়েকদফা দাবীকে সামনে রেখে শুক্রবার পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে বিক্ষোভ দেখালেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা শাখা। এদিন বর্ধমান ষ্টেশন থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁরাএই দাবী নিয়ে লড়াই করলেও রাজ্য সরকার তাতে কান দিচ্ছেন না। তারা জানিয়েছেন, তাদের দাবী না মিটলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।