বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায় শুরু হয়েছে হাম ও রুবেলার বিরুদ্ধে টিকাকরণ কর্মসূচী। ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের দেওয়া হবে এই টিকা। চলবে ৯ জানুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার বর্ধমান মেডিকেল কলেজে শুরু হ’ল টিকাকরণ কর্মসূচী। রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক ও হাই স্কুলগুলিতে মিলবে হাম ও রুবেলার এই টিকা। পাশাপাশি বিভিন্ন ব্লক, গ্রামীণ হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও দেওয়া হবে টিকা। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানাগেছে, রাজ্যে ২ কোটি ৩৩ লক্ষ শিশুকে টিকা দেওযার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েক জানিয়েছেন, অন্যান্য জায়গায় সোমবার থেকে শুরু হয়েছে টিকাকরণ। মঙ্গলবার থেকে টিকাকরণ শুরু হ’ল বর্ধমান মেডিকেল কলেজেও। এমআর ভ্যাক্সিনেশন ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকলকেই নিতে হবে। এম এম আর ভ্যাকসিন নিলেও এই ভ্যাকসিন নিতে হবে। অন্য ভ্যাকসিন নেওয়া হোক না হোক এটি একটি এক্সট্রা-ডোজ, এটি দিতেই হবে। এর ফলে আমরা হাম ও রুবেলাকে আটকাতে পারব। টিকাকরণের উপর পর্যবেক্ষণের জন্য একটি টিমও তৈরি করা হয়েছে।