E Purba Bardhaman

৯ জানুয়ারী থেকে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে হাম ও রুবেলার বিরুদ্ধে টিকাকরণ কর্মসূচী

Vaccination program against Measles and Rubella will be conducted in Purba Barddhaman district from January 9 to February 11

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ৯ জানুয়ারী থেকে পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুরু হচ্ছে রুবেলা ও হাম রোগ নির্মূল অভিযান। শুক্রবার সাংবাদিক বৈঠকে জেলাশাসক প্রিয়াংকা সিংলা জানিয়েছেন, আগামী ৯ জানুয়ারী থেকে কয়েকটি ধাপে জেলা জুড়ে মোট ১১ লক্ষ ৬৫ হাজার ৯৩৬ শিশুকে এই টিকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। প্রথম তিন সপ্তাহ জুড়ে জেলার সমস্ত স্কুলে এই টিকা দেওয়া হবে। ৯ মাস থেকে ১৫ বছরের সমস্ত শিশুকেই, এমনকি যারা ইতিমধ্যে এই টিকা নিয়েছে তাঁদেরও এই বর্ধিত ডোজের টিকা নেওয়ার জন্য এই কর্মসূচী চলবে। স্কুলের পর দেওয়া হবে ক্যাম্প করে বিভিন্ন এলাকায় যারা স্কুলে নিতে পারেনি কিংবা স্কুল ছুট সেই সমস্ত শিশুদের। এদিন জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিক ডাক্তার প্রণব রায় জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে ভাইরাস ঘটিত এই মারণ রোগকে নির্মূল করতেই এই অভিযান। তিনি জানিয়েছেন, সম্প্রতি পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ ব্লকের জামতাড়ায় ৫ জন শিশু হামে আক্রান্ত হওয়ায় হৈ চৈ পড়ে। তিনি জানিয়েছেন, গড়ে প্রতি বছর ৫-৬ জন শিশু এই হামে আক্রান্ত হচ্ছে। তাই হাম এবং রুবেলাকে চিরতরে দূর করতেই এই কর্মসূচী নেওয়া হয়েছে যাতে একটাও শিশু টিকার বাইরে না থাকে। ৯ জানুয়ারী থেকে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত এই টিকাকরণ অভিযান চলবে বলে জানিয়েছেন প্রণব রায়।


Exit mobile version