বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কেরালায় বন্যা বিধ্বস্ত মানুষদের সাহায্যার্থে পথে নামল বর্ধমানের বিভিন্ন সংগঠন। বুধবার সকালে সিপিআই(এম)-এর জেলা কমিটির সদস্যরা কার্জনগেটের সামনে অর্থ সংগ্রহে নামেন। সিপিএম নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা রাজ্য জুড়েই এই অর্থ সংগ্রহ অভিযান চলছে। প্রবল প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়েই এদিন সন্ধ্যায় কেরলের বানভাসি মানুষের জন্য ত্রাণসংগ্রহে পথে নামে স্বেচ্ছাসেবী সংগঠন বর্ধমান ওয়েভ। শহরের কেন্দ্র কার্জন গেটের সামনে ত্রাণসংগ্রহ করেন সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা। বন্যায় মৃত মানুষদের স্মরণে মোমবাতি জ্ব্বালানো হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি শম্পা ধারা, সদস্য বিশ্বনাথ রায়, সমাজসেবী শেখ নুরুল, সফিকুল ইসলাম, এনামূল হক, সাংবাদিক উদিত সিংহ, দীনেশ ঝা প্রমুখ। বৃষ্টিবিঘ্নিত সন্ধ্যায় পথচারীদের কাছে কেরলের পাশে থাকার বার্তা গানে কবিতায় পৌঁছে দেন ভবতোষ দাস, কবীর সৌরভ, বাউল বিশ্বনাথ মালাকার। সঞ্চালনা করেন শ্যামাপ্রসাদ চৌধুরী। সংগঠনের সম্পাদক চরণ ভুঁইমালী জানান, অল্প সময়ের মধ্যে যেভাবে পথচলতি মানুষ তাদের আবেদনে সাড়া দিয়ে সাহায্য করেছেন সেজন্য তাঁরা কৃতজ্ঞ। শুক্রবার গোলাপবাগ মোড়েও স্বেচ্ছাসেবকেরা ত্রাণসংগ্রহ করবেন। সংগৃহীত অর্থ কেরল রাজ্য সরকারের ত্রাণ-তহবিলে পাঠানো হবে।
উল্লেখ্য, ইতিমধ্যেই কেরালার মানুষদের সাহায্যার্থে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকেও অর্থ সংগ্রহ অভিযান করা হয়েছে বর্ধমান জুড়ে।