মেমারি (পূর্ব বর্ধমান) :- প্রয়াত হলেন প্রবীণ সিপিআই(এম) নেত্রী মহারানি কোঙার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার বেলা ১ টা ৫২ মিনিটে মেমারির নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পার্টির জেলা কমিটির প্রাক্তন সদস্য, মহিলা সমিতি, ট্রেড ইউনিয়ন ও কৃষক সভার রাজ্য নেতৃত্বে ছিলেন মহারানি কোঙার। বিনয় কোঙারের স্ত্রী মহারানি কোঙারের প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করেছেন পূর্ব বর্ধমান জেলা সিপিআই(এম)-এর সম্পাদক সৈয়দ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরি, অঞ্জু কর, রাজ্য কমিটির সদস্য অমল হালদার, অচিন্ত্য মল্লিক, পার্টির প্রবীণ নেতা অরিন্দম কোঙার প্রমুখরা।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮ টায় সিপিআই(এম) মেমারি কালীতলা পার্টি অফিসে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। তারপর সকাল সাড়ে আটটায় তাঁর মরদেহ নিয়ে শোকমিছিল হবে মেমারি চেকপোস্ট পর্যন্ত। শনিবার সকাল ১০ টায় তাঁর মরদেহ বর্ধমানে পার্টির জেলা কার্যালয়ে আনা হবে। উল্লেখ্য, মহারানি কোঙার তাঁর দেহ চিকিৎসা শাস্ত্রের উন্নতির জন্য দান করে গেছেন। তাই বেলা বারোটা নাগাদ তাঁর মরদেহ বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। দলীয় সূত্রে জানানো হয়েছে, মহারানি কোঙার ১৯৩৩ সালের ২৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে তিনি পার্টির সদস্য পদ অর্জন করেন। মেমারি এলাকায় পার্টির সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের মধ্যে পার্টি সংগঠনকে সম্প্রসারিত করার ক্ষেত্রে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি তিনবার মেমারি কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
ফটোঃ- পার্থপ্রতিম কোঙার