E Purba Bardhaman

ভিগো ভিডিও – রাতারাতি সেলিব্রেটি হওয়ার প্রতিযোগিতায় টিন এজার থেকে বয়স্করাও

'Vigo Video' app 2nd Anniversary - Vigo Video City Tour. At Town Hall Ground in Burdwan Town. Vigo Video is a short video social network

বর্ধমান (পূর্ব বর্ধমান):- পড়াশোনা বাদ দিয়ে মোবাইল ফোন নিয়েই ব্যস্ত থাকায় অভিভাবকদের বকাবকির জেরে ছাত্রছাত্রীদের অভিমা্নে আত্মহত্যার ঘটনা ক্রমশই বাড়ছে। ঘটছে আকছারও। এমনকি দামী এনড্রয়েড মোবাইল ফোন কিনে না দেওয়ার জন্যও ছাত্রছাত্রীদের আত্মহত্যার ঘটনা নতুন কিছু নয়। আর এসবের মাঝেই শনিবার বিকালে উঠতি ছেলেমেয়েদের মোবাইল ফোনের ব্যবহার নিয়ে উন্মাদনা যে কোন্ পর্যায়ে পৌঁছাতে পারে তারই সাক্ষী থাকল বর্ধমানবাসী। এদিন বর্ধমান টাউন হলে ‘ভিগো ভিডিও’ মোবাইল এ্যাপস কোম্পানীর কমিউনিটি সংযোগ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত নিজেদের ছোট ছোট ভিডিও এই এ্যাপসের মাধ্যমে আপলোড করে নিজেদের মেলে ধরা হয়। এদিন ভিগো ভিডিও-র ২ য় বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে দেখা গেল চীন থেকে আসা কোম্পানীর প্রতিনিধি ছাড়াও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে হাজির হয়েছেন অসংখ্য টিনএজার থেকে বয়স্করাও। মঞ্চে গানের তালে নাচ যেমন চলল তেমনি চলল মঞ্চের নিচেও। কোম্পানীর অপারেশন ম্যানেজার ফয়জাল আহমেদ জানিয়েছেন, বর্তমানে এই এ্যাপসটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এক একজনের ভিউয়ার্স আকাশ ছোঁয়া হয়ে উঠছে। আচমকাই রাতারাতি সেলিব্রেটির মর্যাদা পাচ্ছেন ছেলেমেয়েরা। তা দেখে এদিন বিভিন্ন কারণে টাউন হলে উপস্থিত বেশ কয়েকজন অভিভাবক বলেই বসলেন, পড়াশোনা নেই, খেলাধূলা নেই – তার বদলে সুস্থ সংস্কৃতির পরিণতি দেখে সত্যিই হতাশ হচ্ছি।

 

Exit mobile version