বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অর্থ আত্মসাতে অভিযুক্ত ভাতারের রতনপুর পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম নিতাই রুদ্র। মন্তেশ্বর থানার দেনুরে তার বাড়ি। বুধবার রাতে তাকে ভাতারের আমারুন বাজার থেকে পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। আত্মসাত করা টাকা উদ্ধারের জন্য ধৃতকে ৫ দিন পুলিশি হেপাজতে নেওয়ার জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার বিশ্বজিৎ সিংহ। ধৃতের আইনজীবী আদালতে জানান, আত্মসাত করা অর্থ ডাকঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে। টাকা জমা দেওয়ার নথিও তিনি আদালতে দেখান। ধৃতকে ১৭ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম সোমনাথ দাস। টাকা আদৌ ডাকঘরে জমা পড়েছে কিনা সে ব্যাপারে রিপোর্ট পেশ করার জন্য তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছেন বিচারক। সেই রিপোর্ট মেলার পরই পুলিশি হেপাজতের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রতনপুরের বাসিন্দা সুকুমার দাস ও শিবানী দাস ডাকঘরে একটি সেভিংস অ্যাকাউন্ট খোলেন। তাতে তারা কয়েক দফায় ৩০ হাজার টাকা জমা দেন। পাশবুকে টাকা জমা পড়ার কথা লেখা হয়। কিন্তু, ডাক বিভাগের খাতায় তা ১৫ হাজার টাকা লেখা হয়। একইভাবে রতনপুরের রাজেন দাস ডাকঘরের সেভিংস অ্যাকাউন্টে কয়েক দফায় ৩৬ হাজার টাকা জমা দেন। যদিও ডাকঘরের নথিতে তা ১ হাজার টাকা লেখা হয়। অভিযোগ পেয়ে এনিয়ে তদন্তে নামে ডাক বিভাগ কর্তৃপক্ষ। তাতে অভিযোগের সত্যতা মেলে। এরপরই ভাতার সাবডিভিশনের পরিদর্শক থানায় অভিযোগ দায়ের করেন।