E Purba Bardhaman

একমাস ধরে পানীয় জল না পাওয়ায় বর্ধমান-কাটোয়া রাস্তা অবরোধ গ্রামবাসীদের

Villagers staged a blockade of the Burdwan-Katwa road due to lack of drinking water in Harinarayanpur area for a month

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মাসে মাসে বিদ্যুত বিলের টাকা দিলেও প্রায় এক মাস ধরে পাম্প না সারানোয় মিলছে না পানীয় জল। প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা বর্ধমান কাটোয়া রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করলেন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্ধমান ১নং ব্লকের সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের হরিনারায়ণপুরের গ্রামবাসীদের অভিযোগ, প্রতি মাসে মাসে তাঁরা সজলধারা প্রকল্পে নেওয়া জলের সংযোগের জন্য ৫০ টাকা করে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য তথা কালেক্টার হাঁসু বৈরাগ্য এবং পঞ্চায়েত সদস্যার স্বামী কেষ্ট বৈরাগ‌্যকে দিয়ে আসছেন গত কয়েকবছর ধরেই। সম্প্রতি বাজ পড়ে একটি পাম্প অকেজো হয়ে যায়। অপর একটি পাম্পের বিদ্যুত সংযোগ কেটে দেওয়া হয় বিদ্যুত বিল বকেয়া থাকায়। এর ফলে প্রায় একমাস ধরে পানীয় জল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। এদিন বিকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা এবং বিশেষত এলাকার মহিলারা খালি বালতি, জলের পাত্র নিয়ে বর্ধমান কাটোয়া রোড অবরোধ শুরু করেন। এলাকার বাসিন্দা ঝুনু মহন্ত, মালতি মালিক, অসীমা মালিকরা অভিযোগ করেছেন, তাঁদের কাছে সজল ধারা জলের বিদ্যুৎ বিলের কারণে প্রতিমাসে পঞ্চাশ টাকা করে নেওয়া হয়েছে। কিন্তু বিদ্যুৎবিল জমা পড়েনি। তাই একমাস তাঁরা পানীয় জল পাচ্ছেন না। গ্রামবাসী অসীম মালিক, মামনি মালিকরা জানিয়েছেন, সজল ধারার পাম্প হাউসের দায়িত্বে ছিলেন কিশোর বৈরাগ্য। এই এই পাম্প হাউসের বিদ্যুৎ বিলের টাকা নিতেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সান্ত্বনা বৈরাগ্যর স্বামী কেষ্ট বৈরাগ্য এবং সদস্য হাঁসু বৈরাগ্য। গ্রামের বাড়ি পিছু ৫০ টাকা করে তাঁরা আদায় করতেন। প্রায় ১৫ বছর ধরেই এই নিয়ম চলে আসছে। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তর জানিয়েছে, প্রায় দেড় লক্ষ টাকা বকেয়া রয়েছে। প্রতিমাসে টাকা দেওয়ার সত্ত্বেও কেন বিদ্যুৎ বিল বকেয়া থেকে গেলো সেই নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। দ্রুত পানীয় জল সমস্যা যাতে মিটে যায় সেই দাবীও জানিয়েছেন এদিন গ্রামবাসীরা। প্রায় ঘণ্টা দেড়েক অবরোধ চলার পর বর্ধমান থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বর্ধমান কাটোয়া রোডের হটুদেওয়াল পীড়তলা এলাকায়। গ্রামবাসীরা জানিয়েছেন, বাধ্য হয়েই তাঁরা রাস্তা অবরোধে সামিল হয়েছেন। এব্যাপারে স্থানীয় পঞ্চায়েত সদস্য সান্ত্বনা বৈরাগ্য জানিয়েছেন, গ্রামে দুটি পাম্প মেশিন রয়েছে। বাজ পড়ে একটি বিকল হয়। অপরটি বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বন্ধ। বিল বকেয়া প্রসঙ্গে তিনি জানান, গ্রামে ৫০০টি পয়েন্ট রয়েছে। কিন্তু অর্ধেক জন টাকা মেটায় না। তাই সমস্যা হচ্ছে। তাঁর পাল্টা অভিযোগ, যাঁরা টাকা মেটায় না, তাঁরাই এদিন রাস্তা অবরোধ করেছে। তিনি জানিয়েছেন, এব্যাপারে তিনি উপর মহলে জানিয়েছেন। অপরদিকে, বর্ধমান ১ ব্লকের বিডিও মৃণালকান্তি বিশ্বাস জানিয়েছেন, বিদ্যুৎবিল বকেয়ার জন্য পানীয়জল পরিষেবা বন্ধের খবর পেয়েছেন। জয়েন্ট বিডিওকে এলাকায় যেতে বলা হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Exit mobile version