E Purba Bardhaman

ডাইন তকমা দিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত ওঝা গ্রেফতার

মাধবডিহি (পূর্ব বর্ধমান) :- মাধবডিহি থানার নেওর গ্রামে ডাইন তকমা দিয়ে মাকু বাস্কে (৬০) ও রামসিং মাণ্ডি ওরফে মঙ্গল (৫৫)-কে পিটিয়ে খুন করার ঘটনায় মূল অভিযুক্ত ওঝাকে পুলিস গ্রেফতার করেছে। ধৃতের নাম অনন্ত মুমু। জামালপুর থানার রাঙ্কিনী মহল্লায় তার বাড়ি। রবিবার রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেফতার করে। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেপাজতে পাঠিয়ে ২৬ জুন ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম সোমনাথ দাস।
পুলিস জানিয়েছে, ঘটনার কয়েক মাস আগে নেওর গ্রামের বাসিন্দা রেখা মাণ্ডি অসুস্থ হয়ে পড়েন। তাকে অনন্তর কাছে নিয়ে যাওয়া হয়। রেখার অসুস্থতার জন্য মাকু ও মঙ্গলকে দায়ী করে অনন্ত। দু’জনকে ডাইন অপবাদ দেয় সে। এরপর ২৩ এপ্রিল রাতে নেওরের তৃণমূল পঞ্চায়েত সদস্য বাবলু সরেন ও রেখার স্বামী বিশ্বনাথ মাণ্ডির নেতৃত্বে ৫০-৬০ জন মঙ্গল ও মাকুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। গ্রামের মাঠে তুলে নিয়ে গিয়ে তাঁদের মারধর করা হয়। মারধরে তাদের মৃত্যু হয়। প্রমাণ লোপাটের জন্য দেহ দুটি জামালপুর থানার জ্যোৎদক্ষিণ গ্রামে দামোদরের চরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হয়। মাকুর সৎ ছেলে বাবুবাস্কে ২৪ এপ্রিল অভিযোগ দায়ের করেন। এর আগে পুলিস ৪৫ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে কয়েকজন জামিনে ছাড়া পেয়েছে।

Exit mobile version