E Purba Bardhaman

ডাইনি তকমা দিয়ে বৃদ্ধাকে মারধর, থানায় অভিযোগ দায়ের

witch slander a old woman has been beaten up. complaint has been filed at the police station

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সরকারীভাবে লাগাতার প্রচার থেকে রাজ্য মহিলা কমি্শন থেকে গ্রামে গ্রামে বিভিন্নভাবে ডাইনি প্রথার বিরুদ্ধে প্রচার চালানো হলেও ডাইনি নিয়ে আদিবাসী সমাজের ধ্যান ধারণা এখনও বদলায়নি। এখনও ডাইনি তকমা দিয়ে চলছে অত্যাচার। বৃহস্পতিবার বর্ধমান থানায় এরকমই অভিযোগ দায়ের হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত বৃদ্ধার বাড়ি বর্ধমানের শহর লাগোয়া সরাইটিকর এলাকায়। ডাইনি সন্দেহে ওই বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী ও আত্মীয়ের বিরুদ্ধে। বৃদ্ধা ও তার মেয়ের অভিযোগ, গত মঙ্গলবার বিকালে তাঁদের এক আত্মীয় জবা মাড্ডি ও প্রতিবেশী মাকু মুর্মু ডাইনী বলে তাঁর মাকে মারধর করতে শুরু করে। মাকে মারায় তিনি বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। এই ঘটনায় বুধবার গ্রামে সালিশী সভা ডেকে বিষয়টি মিটমাট করে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তাতেও সমস্যার সমাধান না হওয়ায় বৃহস্পতিবার বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানান বৃদ্ধা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও কোনো গ্রেপ্তারের খবর মেলেনি। এব্যাপারে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে তিনি খোঁজ খবর নিচ্ছেন।

Exit mobile version