Site icon E Purba Bardhaman

ডাইনি তকমা দিয়ে ঝাড়ফুঁকের ঘটনা বন্ধ করতে গিয়ে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় গ্রেফতার আরও ১

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রায়না থানার বোরো-বলরামপুরের বাতানডাঙায় ঝাড়ফুক বন্ধ করতে গিয়ে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম শুকদেব ক্ষেত্রপাল। বাতানডাঙাতেই তার বাড়ি। বুধবার রাতে বাতানডাঙা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেপাজতে পাঠিয়ে সোমবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে বোরো-বলরামপুরে দুই ওঝাকে ডেকে নিয়ে এসে এক যুবতীকে ঝাড়ফুঁক করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। খবর পেয়ে বিডিও সেখানে যান। বিডিও ঝাড়ফুঁক বন্ধ করতে বলেন। এতে মারমুখী হয়ে ওঠে শ’দেড়েক মানুষ। পুলিশকে মারধর করা হয়। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। দুই ওঝাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ। লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। রায়না থানার ওসি সুদীপ্ত মুখোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়। ভাগ্য ক্ষেত্রপাল নামে আরও একজনকে মঙ্গলবার রাতে পুলিশ গ্রেপ্তার করে। তাকেও বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

Exit mobile version