বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রায়না থানার বোরো বলরামপুরের বাতানডাঙায় ঝাড়ফুঁক বন্ধ করতে যাওয়া পুলিশের উপরে হামলার ঘটনায় অভিযুক্ত ১২ জন বুধবার সিজেএম আদালতে আত্মসমর্পণ করে। তাদের সকলেরই নাম এফআইআরে রয়েছে। তাদের হয়ে আইনজীবী কুণাল বক্সি জামিন চেয়ে সওয়াল করেন। তিনি বলেন, বাকি অভিযুক্তরা জামিনে মুক্ত রয়েছে। যে কোনও শর্তে আত্মসমর্পণকারীদের জামিন মঞ্জুর করা হোক। সরকারি আইনজীবী নারদ কুমার ভূঁইঞা অবশ্য জামিনের বিরোধিতা করেন। সওয়াল শুনে সপ্তাহে ৩ দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে আত্মসমর্পণকারীদের জামিন মঞ্জুর করেন সিজেএম রতন কুমার গুপ্তা।
পুলিস জানিয়েছে, ৯ জুলাই রাতে বাতানডাঙায় দুই ওঝাকে ডেকে নিয়ে এসে এক যুবতীর ঝাড়ফুঁক করানো হচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌছায়। বিডিও সেখানে যান। পুলিশ ঝাড়ফুঁক বন্ধ করতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায় শ’ দেড়েক মানুষ। পুলিশকে মারধর করা হয়। পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রায়না থানার ওসি সুদীপ্ত মুখোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৯ জনকে গ্রেপ্তার করে।