Site icon E Purba Bardhaman

জঙ্গল মহলে আদিবাসী সম্মেলনে মুকুল রায়

আউশগ্রাম, ০১ জানুয়াMukul Roy রীঃ- পঞ্চায়েত নির্বাচনের আগে আদিবাসীদের উন্নয়নে একগুচ্ছ কর্মসূচী ঘোষণার মাধ্যমে বর্ধমান জেলায় কার্যত নির্বাচনী প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার আউশগ্রামের খান্ডারিডাঙ্গা এলাকার জঙ্গল মহলে আদিবাসী সম্মেলনে যোগদিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় আদিবাসীদের উন্নয়নে সরকারের বিভিন্ন কল্যানমূলক কর্মসূচীর কথা ঘোষণা করেন।

          মুকুল বাবু তাঁর বক্তব্যে উন্নয়ন ছাড়া বিরোধী কংগ্রেস বা সিপিএমের বিরুদ্ধে তাৎপর্যপূর্ণ ভাবে একটি শব্দও খরচ করেন নি। মুকুল বাবু বলেন, মা-মাটি-মানুষের তৃণমূল সরকার মমতা ব্যানার্জীর নেতৃত্বে ক্ষমতায় আসার পর মৃত্যুর মিছিল কমেছে। বাঙলার পশ্চিম অঞ্চলে এই সরকারের ১৮ মাস সময় সীমায় মাত্র ১ জনের মৃত্যু হয়েছে । জঙ্গল মহলের মানুষের উন্নতির জন্য এই সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যেই জঙ্গল মহলে ১০ হাজার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি ২ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে। আদিবাসী সহ কৃষকদের ট্রাক্ট্রর কেনার জন্য এই সরকার ভুর্তকীর কথা ঘোষণা করেছে। পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির কারণে কৃষকদের সেচ কাজের জন্য ব্যবহৃত পাম্পগুলি বৈদ্যুতিক চালিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই ন্য, পাম্প চালাতে বিদ্যুৎ সংযোগের জন্য প্রদেয় ফিও মুকুব করে দিয়েছে সরকার। আদিবাসী কল্যাণে এই সরকার দৃঢ় প্রতিঞ্জ, তাই ঐক্যবদ্ধ ভাবে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার আবেদন জানান তিনি। এদিনের সভায় মুকুল রায় ছাড়াও রাজ্যের তিনমন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ এবং রবীরঞ্জন চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন।

Exit mobile version