E Purba Bardhaman

দিল্লি যাওয়ার পথে কংগ্রেসের ডাকা পথ অবরোধে দীর্ঘক্ষন আটকে রইলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

Railway Minister Adhir Ranjan Chowdhury-er birudhhe deoa mamla pবর্ধমান, ১৩ ফেব্রুয়ারিঃ- কংগ্রেসের ডাকা পথ অবরোধে আটকে গেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। কংগ্রেস সাংসদ তথা রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মঙ্গলবার গার্ডেনরিচে কলেজ নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূলি তান্ডবের প্রতিবাদে এদিন সারা রাজ্যের সাথে বর্ধমান জেলা জুড়ে একঘণ্টার রাস্তা অবরোধ করেন কংগ্রেসিরা। বর্ধমানের উল্লাস মোড়ের কাছে জাতীয় সড়ক-২ আটকে চলছিল কংগ্রেসের পথ অবরোধ কর্মসূচি। দিল্লিতে একটি সভায় যোগ দিতে বোলপুর থেকে কলকাতায় যাচ্ছিলেন  অর্থনীতিবিদ অমর্ত্য সেন। উল্লাস মোড়ে রাস্তা আটকানোর ফলে হওয়া দীর্ঘ যানজটে আটকে পরে অমর্ত্য সেনের কনভয়। বর্ধমান থানার আইসি দিলীপ গঙ্গোপাধ্যায় –এর অনুরোধ সত্ত্বেও কংগ্রেসের নেতা-কর্মীরা পথ আটকে রাখে। অবরোধ কর্মসূচী শেষ হওয়া পর্যন্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে অসহায় ভাবে আটকে থাকতে হয়।

Exit mobile version