E Purba Bardhaman

বিদ্যুতের পাওয়ার স্টেশনে কাজ করার সময় দগ্ধ ২ ঠিকাকর্মী

2 contract workers burned while working on power station

মেমারী (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার বর্ধমানের মেমারী থানার সাতগেছিয়ায় বিদ্যুৎ সংবহন সংস্থার পাওয়ার স্টেশনে উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণের কাজ করার সময় বিদ্যুৎবাহি তারের সংস্পর্শে এসে গুরুতরভাবে দগ্ধ হলেন ২ ঠিকাকর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে পাহাড়হাটি স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২ জন ঠিকাকর্মীরই শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পুলিশসূত্রে জানা গেছে, নদীয়ার বাসিন্দা কার্তিক সর্দার ও রাজ সর্দার নামে দুই ঠিকাকর্মী পাওয়ার স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। দুপুর নাগাদ সেই কাজ করার সময় হঠাৎ তাঁরা বিদ্যুৎবাহি তারের সংস্পর্শে চলে আসতেই গুরুতরভাবে দগ্ধ হয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে পাহাড়হাটি স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও মেমারী থানার পুলিশ। কী ভাবে ঘটলো দুর্ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বিদ্যুৎ সংবহন সংস্থার বর্ধমানের এরিয়া ম্যানেজার অমিতাভ চৌধুরি জানিয়েছেন, উচ্চক্ষমতাসম্পন্ন স্ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণের কাজ চলছিলো। কাজ চলাকালীন অবস্থায় আমাদের ঠিকাদার সংস্থার ২ জন কর্মী বিদ্যুৎপৃষ্ট হন। কী কারণে দুর্ঘটনা তা জানার জন্য বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

Exit mobile version