পূর্ব বর্ধমান জেলার ৬ টি পুরসভা নির্বাচনে মঙ্গলবার পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মোট মনোনয়ন জমা পড়ল ১৪৫ টি, বামফ্রন্টের ১৭৫ টি
admin
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার বর্ধমান পৌরসভার নির্বাচনে রীতিমত মিছিল করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এলেন জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে। কোনোরকম অপ্রীতিকর অবস্থা যাতে সৃষ্টি না হয় সেজন্য পুলিশী তত্পরতাও ছিল চোখে পড়ার মত। নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী প্রার্থীর সঙ্গে একজন করে ঢোকার কথা মনোনয়ন কেন্দ্রে। প্রশাসনিক ভবনের চারিদিকে ছিল পুলিশের ব্যারিকেড। ব্যারিকেডের ভেতরে আনুষ্ঠানিকভাবে মিছিল করে পুলিশ কাউকে ঢুকতে না দিলেও এদিন প্রশাসনিক ভবনের সামনে দফায় দফায় দেখা মিলেছে কাতারে কাতারে তৃণমূলের সমর্থকদের। মাঝে মাঝেই পুলিশকে তাঁদের সরিয়ে দিতেও দেখা গেছে। অন্যদিকে, এদিন তৃণমূলের দলীয় টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিয়ে মেমারী পৌরসভার ২ বারের কাউন্সিলার রুপা খাঁড়া কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করলেন। মেমারী পৌরসভার ১৩ নং ওয়ার্ড থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে হয়েছেন তিনি। জানা গেছে, মাত্র ৫ দিন আগেই রুপাদেবী কংগ্রেসে যোগদান করেন। আর যোগদান করেই পেলেন কংগ্রেসের টিকিট। ২০১০ সালে মেমারী পৌরসভার ১ নং ওয়ার্ড ও ২০১৫ সালে ৯ নং ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী হিসাবে কাউন্সিলার নির্বাচিত হন রুপা খাঁড়া। বর্ধমান পুরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের রিপোর্ট অনুযায়ী, এই পুরসভার মোট ৩৫ টি আসনে তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র জমা দিয়েছে ৩৫ টি, সি.পি.আই.এম. দিয়েছে ৩০ টি, ফরোওয়ার্ড ব্লক দিয়েছে ৩ টি, আর.এস.পি. দিয়েছে ২ টি, কংগ্রেস দিয়েছে ২ টি এবং অন্যান্য ১ টি। গুসকরা পুরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের রিপোর্ট অনুযায়ী, এই পুরসভার ১৬ টি আসনে তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র জমা দিয়েছে ১৬ টি, সি.পি.আই.এম. দিয়েছে ১৬ টি। মেমারী পুরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের রিপোর্ট অনুযায়ী, এই পুরসভার মোট ১৬ টি আসনে তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র জমা দিয়েছে ১৫ টি, সি.পি.আই.এম. দিয়েছে ১৬ টি এবং কংগ্রেস দিয়েছে ৮ টি। দাঁইহাট পুরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের রিপোর্ট অনুযায়ী, এই পুরসভার মোট ১৪ টি আসনে তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র জমা দিয়েছে ২৮ টি, সি.পি.আই.এম. দিয়েছে ২১ টি, কংগ্রেস দিয়েছে ১ টি এবং নির্দল ১ টি। কালনা পুরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের রিপোর্ট অনুযায়ী, এই পুরসভার মোট ১৮ টি আসনে তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র জমা দিয়েছে ৬ টি, সি.পি.আই.এম. দিয়েছে ২৩ টি এবং বিজেপি দিয়েছে ১৩ টি। কাটোয়া পুরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের রিপোর্ট অনুযায়ী, এই পুরসভার মোট ২০ টি আসনে তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র জমা দিয়েছে ৪৫ টি, সি.পি.আই.এম. দিয়েছে ৪৯ টি, কংগ্রেস দিয়েছে ৪ টি, বিজেপি দিয়েছে ১ টি এবং অন্যান্য ২ টি।