E Purba Bardhaman

বর্ধমানের হেরিটেজ সম্পর্কে ছাত্রদের আগ্রহ বাড়াতে সচেতনতা শিবির

Burdwan Town's Heritage Protection Awareness Camp. Organized by Burdwan Heritage Association & Burdwan Raj Collegiate School

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের বিভিন্ন ইতিহাসপ্রসিদ্ধ এবং হেরিটেজ ভবনশৌধগুলিকে পুনরুদ্ধারসেগুলির সংস্কারের জন্য এবার স্কুলছাত্রদের মধ্যে সচেতনতা গড়ার উদ্যোগ নিল বর্ধমান হেরিটেজ অ্যাসোসিয়েশন এবং বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল। শনিবার বর্ধমান রাজ কলেজিয়েট স্কুলে এই বিষয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। হাজির ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্মশালার অধ্যক্ষ ডরঙ্গনকান্তি জানারাজ স্কুলের প্রধান শিক্ষক প্রবীর মণ্ডলইতিহাসবিদ এবং  বর্ধমান হেরিটেজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ডসর্বজিত যশ সহ বেশ কয়েকজন শিক্ষক এবং প্রাক্তন ছাত্ররাও। এদিন বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের প্রাক্তন ইংরাজী শিক্ষক এবং ইতিহাস অনুরাগী সঞ্জীব চক্রবর্তী প্রায় ৪০টি স্লাইড শো প্রদর্শন করেন। বর্ধমান শহর সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন হেরিটেজ ভবনগুলির বর্তমান পরিস্থিতি তুলে ধরেন ছাত্রদের কাছে। এদিন সেমিনারে এই সমস্ত হেরিটেজগুলিকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং ইতিহাসকে বজায় রাখা যায় সে ব্যাপারে আলোচনা হয়। একইসঙ্গে ছাত্রদের মধ্যে এব্যাপারে উত্সাহ বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়।

Exit mobile version