বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ঘোষণাই হয়নি বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থীর নাম। আর তাই সাথী হারা পাখির মতই এখন বিজেপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিনা প্রার্থীতেই প্রচার চালাচ্ছেন। মন ভেঙে যাওয়া কর্মীদের চাঙ্গা রাখতে চলছে দলীয় কর্মীদের নিয়ে ছোট ছোট সম্মেলনও। বৃহস্পতিবার বর্ধমান টাউন হলে একটি কর্মী সম্মেলনও অনুষ্ঠিত হয়। একইসঙ্গে কার্জন গেটেও একটি পথসভার আয়োজন করে বিজেপির বর্ধমান জেলা কমিটি। অন্যদিকে, বৃহস্পতিবার সকালে বর্ধমানে পা রাখলেন কংগ্রেসের বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী রণজিত মুখোপাধ্যায়। নাম ঘোষণার পর বৃহস্পতিবার বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী রণজিৎ মুখোপাধ্যায় বর্ধমানে এলেন। এদিন তিনি কংগ্রেস কর্মী নেতৃত্বের সংগে বৈঠক করেন জেলা কংগ্রেস ভবনে। পরে জেলা কংগ্রেস সভাপতি আভাষ ভট্টাচার্য, সহ সভাপতি কাশীনাথ গাংগুলী, নাজির হোসেন, বাবলু দাস প্রমুখ কংগ্রেস নেতাদের নিয়ে বর্ধমান শহরের কয়েকটি জায়গায় প্রচার করেন। ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থী বহিরাগত বলে যে প্রচার শুরু হয়েছে কংগ্রেসের অন্দরে তা নিয়ে রণজিতবাবু জানিয়েছেন, তার সঙ্গে বর্ধমানের যোগ পুরনো। তিনি দাবী করেছেন, কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন কংগ্রেস কর্মীরা সকলেই তার সঙ্গে প্রচারে নেমেছেন। তিনি জানিয়েছেন, প্রকাশিত কংগ্রেসের ইস্তাহারকে সামনে রেখেই তিনি ভোটারদের কাছে যাবেন। তুলে ধরবেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের অপশাসনের কথাও। এদিকে, বিজেপি কংগ্রেসের পাশাপাশি এদিন বর্ধমান শহরের ১১নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রমিলা বাহিনী হাতে রঙ তুলি নিয়ে দেওয়াল লিখনে নামেন। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, লোকসভা নির্বাচনের প্রচারকে তুঙ্গে তুলতে আগামী শনিবার বর্ধমান শহরে কেন্দ্রীয় মিছিলের ডাক দেওয়া হয়েছে। এই মিছিলে জমায়েতের জন্য বর্ধমান পুরসভার ৩৫টি ওয়ার্ডকেই কতলোক আনতে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।