E Purba Bardhaman

পূর্ব বর্ধমানের ৬ পৌরসভার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রণ্ট; তালিকায় নেই সি.পি.আই.

left front announces list of candidates for 6 municipalities of purba bardhaman district for municipal elections 2022

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা রাজ্যের ১০৮ পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান, মেমারী, গুসকরা, কালনা, কাটোয়া এবং দাঁইহাট পুরসভা নির্বাচনে বামফ্রণ্ট প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। এদিন পূর্ব বর্ধমান জেলা সি.পি.আই.এম. সদর দপ্তরে বামফ্রণ্টগতভাবে বর্ধমান পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। যদিও এদিন যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে বামফ্রণ্টের শরিক সি.পি.আই. কোনো প্রার্থীই দিতে পারেনি। স্বাভাবিকভাবেই সিপিআই-এর ক্ষয়িষ্ণুতা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, বামফ্রণ্টের অপর শরিক আর.এস.পি. এবং ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সংখ্যাও কমেছে কয়েকটি পুরসভায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জেলার পুরসভা নির্বাচনে নজর কেড়েছে বর্ধমান পুরসভা। এবার পুর নির্বাচনে বর্ধমান পুরসভার ৩৫টি ওয়ার্ডে পুরনো মুখ মাত্র ৬ জন। ছাত্র হিসাবে ১২নং ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে এসএফআই-এর জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরীকে। এছাড়াও পড়ুয়া হিসাবে এবারে প্রার্থী করা হয়েছে ৬ নং ওয়ার্ডে সুস্মিতা মাল এবং ৭নং ওয়ার্ডে মৌসুমী দাশগুপ্তকেও। প্রার্থী করা হয়েছে সদ্য প্রাক্তন এসএফআই জেলা সম্পাদক দীপঙ্কর দে-কেও। ৬০ বছরের উর্ধে প্রার্থী করা হয়েছে ৬ জনকে। ৩০ বছরের নীচে প্রার্থী করা হয়েছে ৪ জনকে। বর্ধমান পুরসভায় ৩৫টি ওয়ার্ডের মধ্যে আর.এস.পি.-র আসন কমে দাঁড়িয়েছে ২টিতে। ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিচ্ছে ৪টি আসনে।

এদিন সিপিএমের জেলা কমিটির সদস্য অপূর্ব চট্টোপাধ্যায়, তাপস সরকার জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য তাঁরা জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৩ সালের সেপ্টেম্বরে শেষ বর্ধমান পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৩ সালের নির্বাচনের দিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে নির্বাচনের দিন ভোট প্রক্রিয়া শুরু হয়ে যাবার বেশ কিছু সময় পরে সিপিএম ভোট বয়কটের ডাক দেয়। ২০১৩ সালের নির্বাচনে ৩৫টি ওয়ার্ডেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বর্ধমান পুরসভা নির্বাচন ২০২২-এর ৩৪ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় সাংবাদিক বৈঠক করে কাটোয়ার ২০টি আসনের মধ্যে ১৭টিতে, কালনার ১৮টি আসনের মধ্যে ১৬টিতে, দাঁইহাটের ১৪টি আসনের মধ্যে ৯ টিতে এবং মেমারী ও গুসকরা পুরসভার ১৬ টি করে আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি থাকা আসনগুলিতে দ্রুতই নাম ঘোষণা করা বলে জানানো হয়েছে।

বর্ধমান পুরসভা নির্বাচন – ২০২২ বামফ্রন্টের প্রার্থী তালিকা
মেমারী পুরসভা নির্বাচন – ২০২২ বামফ্রন্টের প্রার্থী তালিকা
কাটোয়া পুরসভা নির্বাচন – ২০২২ বামফ্রন্টের প্রার্থী তালিকা
কালনা পুরসভা নির্বাচন – ২০২২ বামফ্রন্টের প্রার্থী তালিকা
গুসকরা পুরসভা নির্বাচন – ২০২২ বামফ্রন্টের প্রার্থী তালিকা
দাঁইহাট পুরসভা নির্বাচন – ২০২২ বামফ্রন্টের প্রার্থী তালিকা
Exit mobile version