বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জেলা শিশু সুরক্ষা বিভাগের উদ্যোগে বর্ধমানে পালন করা হল আন্তর্জাতিক শিশু অধিকার দিবস। এদিন বর্ধমান শহরের উৎসব ময়দান থেকে শিশুদের পদযাত্রা পৌঁছায় বর্ধমান টাউন হলে। উৎসব ময়দান থেকে পদযাত্রার সূচনা করেন পূর্ব বর্ধমান জেলাপরিষদের সকারী সভাধিপতি দেবু টুডু। পদযাত্রা শেষে শিশু অধিকার দিবস উপলক্ষে টাউন হলে শিশুরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।