বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘটের জেরে বুধবার বর্ধমানে এক লাফে কেজি প্রতি আলুর দাম ১০ থেকে ১৩ টাকা বৃদ্ধির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। শনিবার কেজি প্রতি আলুর দাম যেখানে ছিল ৩০ থেকে ৩২ টাকা বুধবার সেই আলু বর্ধমানের বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪২ থেকে ৪৫ টাকা দরে। কোথাও কোথাও ৫০ টাকা কেজি দরেও আলু কিনতে বাধ্য হয়েছেন ক্রেতারা। বাজারে চাহিদার তুলনায় জোগান কম থাকায় শুরু হয়েছে কালোবাজারি। সোমবার থেকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘটের ডাক দেওয়ায় হিমঘর খোলা থাকলেও ব্যবসায়ীরা আলু বের করেননি। হিমঘর থেকে আলু না বেড়োনোয় হিমঘরের আলু রাখার সেডগুলিও ফাঁকা। তবে কৃষকরা খাবার জন্য কিছু কিছু আলু হিমঘর থেকে বের করছেন। ফলে চাহিদা থাকলেও জোগান না থাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম। গত সপ্তাহে যেখানে ১৪০০ থেকে ১৪৪০ টাকা প্রতি বস্তা দামে আলু খুচরো মার্কেটে এসেছে, সেখানে খুচরো ব্যবসায়ীদের আলু কিনতে হচ্ছে বস্তা প্রতি ১৮০০ থেকে ২০০০ টাকায়।