Breaking News

বর্ধমানে আলুর দাম উঠল ৫০ টাকা কেজি, ধর্মঘট উঠতেই বাজার স্বাভাবিকের আশা

Potatoes were sold at Rs 50 per kg in Burdwan on Wednesday

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘটের জেরে বুধবার বর্ধমানে এক লাফে কেজি প্রতি আলুর দাম ১০ থেকে ১৩ টাকা বৃদ্ধির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। শনিবার কেজি প্রতি আলুর দাম যেখানে ছিল ৩০ থেকে ৩২ টাকা বুধবার সেই আলু বর্ধমানের বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪২ থেকে ৪৫ টাকা দরে। কোথাও কোথাও ৫০ টাকা কেজি দরেও আলু কিনতে বাধ্য হয়েছেন ক্রেতারা। বাজারে চাহিদার তুলনায় জোগান কম থাকায় শুরু হয়েছে কালোবাজারি। সোমবার থেকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘটের ডাক দেওয়ায় হিমঘর খোলা থাকলেও ব্যবসায়ীরা আলু বের করেননি। হিমঘর থেকে আলু না বেড়োনোয় হিমঘরের আলু রাখার সেডগুলিও ফাঁকা। তবে কৃষকরা খাবার জন্য কিছু কিছু আলু হিমঘর থেকে বের করছেন। ফলে চাহিদা থাকলেও জোগান না থাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম। গত সপ্তাহে যেখানে ১৪০০ থেকে ১৪৪০ টাকা প্রতি বস্তা দামে আলু খুচরো মার্কেটে এসেছে, সেখানে খুচরো ব্যবসায়ীদের আলু কিনতে হচ্ছে বস্তা প্রতি ১৮০০ থেকে ২০০০ টাকায়। Potatoes were sold at Rs 50 per kg in Burdwan on Wednesday এদিকে আলুর বাজার দরে নিয়ন্ত্রণ আনতে বুধবার বর্ধমানের হিমঘরগুলিতে ব্যাপক অভিযান চালিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। এদিন সকাল থেকেই জামালপুর ব্লকের বিডিও এবং ওসির নেতৃত্বে ব্লকে থাকা ১৮ টি হিমঘরে হানা দেয় কর্তৃপক্ষ। ইতোমধ্যেই কত আলু কার কার নামে আছে তার তালিকা হিমঘর কর্তৃপক্ষের কাছ থেকে নিয়েছে জেলা প্রশাসন। একইভাবে গোটা জেলা জুড়েই এদিন হিমঘরগুলিতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক কে রাধিকা আইয়ার। তিনি জানিয়েছেন, হিমঘরগুলি থেকে আলু বার করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, এদিনই হুগলীতে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ীদের আলোচনার পর সংগঠনের রাজ্য সভাপতি বিভাস দে জানিয়েছেন, প্রাথমিকভাবে আলোচনা ফলপ্রসূ হয়েছে। বাইরে আলু রপ্তানির ক্ষেত্রে মন্ত্রী বেচারাম মান্না প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। অন্যদিকে এই আলোচনার পরই তাঁদের হিমঘর থেকে আলু বার করার নির্দেশ দিয়েছেন তাঁরা। সেক্ষেত্রে এদিন বাজারে যে আলুর দাম উঠেছে, বৃহস্পতিবার থেকেই বাজারে আলুর জোগান স্বাভাবিক হলে দাম কমবে বলে তাঁরা আশা করছেন।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *