প্রার্থী বদলের দাবীতে রবিবারও বর্ধমান শহরে তৃণমূলের বিক্ষোভ, গুসকরার মল্লিকা চোঙদারের অভিযোগের তীর অনুব্রতের দিকে
admin
বর্ধমান (পূর্ব বর্ধমান) :-রাত পোহালেই বর্ধমান পুরসভার ৩৫টি ওয়ার্ডে নির্বাচনী লড়াইয়ের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়ন পত্র দাখিল হতে চলেছে। সোমবারই বর্ধমান পুরসভার ৩৫টি ওয়ার্ডের বামফ্রণ্ট প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। আর তার আগে রবিবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী বদলের দাবীতে তৃণমূলেরই বিক্ষোভ অব্যাহত থাকল। রবিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বর্ধমান পৌরসভার ১৯ নং ওয়ার্ডের তৃণমূলের নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এদিনে ঘটনাস্থলে হাজির হন ডেপুটি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অতনু ঘোষালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ।
উল্লেখ্য, বর্ধমান পৌরসভার ১৯ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে প্রাক্তন কাউন্সিলার সাহাবুদ্দিন খানকে। সেই প্রার্থীপদ বাতিল করে ইমরান কায়ূম ও সমীর সেখের মধ্যে কাউকে প্রার্থী করতে হবে -এই দাবীতেই রবিবার ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হন ১৯ নং ওয়ার্ডের তৃণমূলের একাংশ। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই এই ১৯নং ওয়ার্ডে বিক্ষোভ চলছে। প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
বর্ধমানের পাশাপাশি গুসকরা পুরসভাতেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ে ক্ষোভ সংগঠিত হয়েছে। তৃণমূলের রাজ্য নেতৃত্বের স্বাক্ষর করা দলীয় প্রার্থী তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁকে বাদ দিয়ে নতুন করে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল -বিস্ফোরক অভিযোগ করেছেন গুসকরা পৌরসভার ৪ বারের কাউন্সিলার মল্লিকা চোঙদার। অনুব্রত মণ্ডলের সঙ্গে মতপার্থক্যের জেরেই রাজ্যকমিটির অনুমোদিত প্রার্থী তালিকায় তাঁর নাম থাকা সত্ত্বেও তাঁকে বাদ দিয়ে অন্যজনকে অনুব্রত মন্ডল প্রার্থী করেছেন বলে অভিযোগ করেছেন মল্লিকা চোঙদার। রবিবার বর্ধমানে সাংবাদিকদের মল্লিকাদেবী জানিয়েছেন, গত শুক্রবারই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করেন সুব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায়। তাঁদের স্বাক্ষর করা তালিকায় গুসকরা পৌরসভার ৩ নং ওয়ার্ডের প্রার্থী হিসাবে মল্লিকা চোঙদারের নাম ঘোষণা করা হয়। মল্লিকাদেবীর অভিযোগ, সেই তালিকা বদলে নতুন করে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন অনুব্রত মন্ডল। মল্লিকা চোঙদার জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন রাজ্য নেতৃত্বকে। ১৯৯৮, ২০০৩, ২০০৮ ও ২০১৩ সালে গুসকরা পৌরবোর্ডে তৃণমূল প্রার্থী হিসাবে ৪ বার বিজয়ী হন মল্লিকা চোঙদার। ২০০৮ সালে গুসকরা পৌরসভার ভাইস চেয়ারপার্সনও ছিলেন তিনি। উল্লেখ্য, রাজ্যে প্রথম দিকে তৃণমূল কংগ্রেস যে কয়েকটা পৌরসভা দখল করতে পেরেছিল তার মধ্যে গুসকরা পৌরসভাও ছিল। ২০০৮ এই পৌরসভা দখল করে তৃণমূল কংগ্রেস।