বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নার্স মানেই সেবা। নার্সদের জীবনের মূল ব্রতই সকলের সেবা করা। তারমধ্যে আর্ত, মুমূর্ষু মানুষকে সেবা করতে হবে দরদি মনোভাব নিয়ে। শনিবার বর্ধমানের রাইপুর রবীন্দ্র বিবেক নার্সিং ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষ ল্যাম্প লাইটিং ও শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতি ও আদর্শকে সামনে রেখে এই পেশায় ব্রতী হওয়ার আহ্বান জানান, প্রতিষ্ঠানের অধ্যক্ষা ডা.আর কনকালক্ষ্মী। তিনি বলেন, আর পাঁচটা পেশার মত এটাও একটা পেশা ঠিকই। কিন্তু অন্য পেশার সঙ্গে এই পেশার মূল ফারাক তাঁদের সেবার মনোভাব। সমস্ত রোগী বা আর্ত মানুষকে নিজের পরিবারের মানুষ হিসেবে দেখতে হবে নার্সদের। দরদ দিয়ে মানবিকতা দিয়ে তাঁদের সেবা করতে হবে। তিনি বলেন, অন্য পেশার মত এই পেশার ক্ষেত্রেও বেতন-সহ অন্যান্য সুযোগ সুবিধার জন্যই চাকরি – এই মানসিকতাকে ত্যাগ করতে হবে।