Breaking News

রাইপুর রবীন্দ্র বিবেক নার্সিং ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষ ল্যাম্প লাইটিং ও শপথ গ্রহণ অনুষ্ঠান

Raipur Rabindra Vivek Nursing Institute 2nd year lamp lighting and oath taking ceremony organized at Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নার্স মানেই সেবা। নার্সদের জীবনের মূল ব্রতই সকলের সেবা করা। তারমধ্যে আর্ত, মুমূর্ষু মানুষকে সেবা করতে হবে দরদি মনোভাব নিয়ে। শনিবার বর্ধমানের রাইপুর রবীন্দ্র বিবেক নার্সিং ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষ ল্যাম্প লাইটিং ও শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতি ও আদর্শকে সামনে রেখে এই পেশায় ব্রতী হওয়ার আহ্বান জানান, প্রতিষ্ঠানের অধ্যক্ষা ডা.আর কনকালক্ষ্মী। তিনি বলেন, আর পাঁচটা পেশার মত এটাও একটা পেশা ঠিকই। কিন্তু অন্য পেশার সঙ্গে এই পেশার মূল ফারাক তাঁদের সেবার মনোভাব। সমস্ত রোগী বা আর্ত মানুষকে নিজের পরিবারের মানুষ হিসেবে দেখতে হবে নার্সদের। দরদ দিয়ে মানবিকতা দিয়ে তাঁদের সেবা করতে হবে। তিনি বলেন, অন্য পেশার মত এই পেশার ক্ষেত্রেও বেতন-সহ অন্যান্য সুযোগ সুবিধার জন্যই চাকরি – এই মানসিকতাকে ত্যাগ করতে হবে। Raipur Rabindra Vivek Nursing Institute 2nd year lamp lighting and oath taking ceremony organized at Burdwan বক্তব্য রাখতে গিয়ে এদিন অনুষ্ঠানের উদ্বোধক তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুজিত চৌধুরীও বলেন, পেশাগত মানসিকতা নয়, নার্সদের সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। বর্ধমানের অপর এক নার্সিং কলেজের অধ্যক্ষা মনামি মণ্ডলও জানিয়েছেন, নার্সরা যদি আন্তরিকভাবে আর্ত, মুমূর্ষু রোগীদের মাথায় হাত বুলিয়ে দিতে পারেন তাতেই তাঁরা অনেক মানসিক জোর পান। এই ভাবটাকে মাথায় রাখতে হবে। অন্যান্যদের মধ্যে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের সম্পাদক কিশোর কুমার বিট, শিক্ষক রামকৃষ্ণ যশ-সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন ও শপথ গ্রহণের পাশাপাশি এদিন পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়।

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *