বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অবশেষে দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘোষিত সভা। বৃহস্পতিবার বর্ধমানে রাজনৈতিক সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। প্রথমে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে এই রাজনৈতিক সভা ভাতার বিধানসভা এলাকার কলিগ্রামে হওয়ার কথা ছিল। যথারীতি তা নিয়ে প্রস্তুতিও শুরু হয়ে যায়। এমনকি শুভেন্দু অধিকারীর এই সভার জন্য পাল্টা তৃণমূলও জায়গায় জায়গায় সভা করতে শুরু করে। বিজেপি জেলা সহ-সভাপতি শ্যামল রায় জানিয়েছেন, কলিগ্রামে যে মাঠে সভা করার কথা ছিল সেই ব্যক্তিগত মাঠের মালিকানা রয়েছে ৪জনের। তাঁরা প্রথমে এই সভা করার জন্য সম্মতিও জানিয়েছিলেন। তারপরেই তাঁরা প্রস্তুতি শুরু করে দেন। এরপর হঠাতই ওই ৪জনের মধ্যে একজন শরিক সভা করার জন্য অনুমতি দিতে রাজী হননি। এরপরই পুলিশ ওই মাঠে সভা করার জন্য প্রয়োজনীয় অনুমতি দেয়নি। বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীররঞ্জন সাউ জানিয়েছেন, কলিগ্রামের মাঠ বাতিল হওয়ার পর পুলিশ তাঁদের দেওয়ানদিঘীতে বিদ্যাসাগর স্কুলের মাঠে সভা করার পরামর্শ দেয়। যথারীতি তাঁরা এরপর বিদ্যাসাগর মাঠে সভা করার প্রস্তুতি শুরু করে দেন। শুরুও হয়ে যায় মঞ্চ বাঁধার কাজ। কিন্তু মঙ্গলবার পুলিশ এই মাঠেও সভা করার জন্য প্রয়োজনীয় অনুমতি দেয়নি। ফলে কার্যত বাতিলই হল বৃহস্পতিবারের সভা। সুধীরবাবু অভিযোগ করেছেন, পুলিশ তৃণমূলের কথায় এই সভা বানচাল করেছে। যদিও তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার না হলেও এরই মধ্যে বর্ধমানে শুভেন্দু অধিকারীর সভা হবেই। তাঁরাও বিকল্প দেখছেন। এদিকে, শুভেন্দু অধিকারীর এই সভা বাতিলকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানউতোর। আসানসোলে শুভেন্দু অধিকারীর সভায় কম্বল বিতরণকে কেন্দ্র করে ৩জনের মৃত্যুর ঘটনার জেরেই এই সভা বাতিল হল কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে।