Breaking News

বর্ধমানে শুভেন্দু অধিকারীর সভা বাতিল, শুভেন্দুর নামে ব্যাঙ্গাত্মক ফ্লেক্স ঘিরে চাঞ্চল্য

Several satirical hoardings have been put up in Burdwan toen targeting BJP MLA Suvendu Adhikari

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অবশেষে দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘোষিত সভা। বৃহস্পতিবার বর্ধমানে রাজনৈতিক সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। প্রথমে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে এই রাজনৈতিক সভা ভাতার বিধানসভা এলাকার কলিগ্রামে হওয়ার কথা ছিল। যথারীতি তা নিয়ে প্রস্তুতিও শুরু হয়ে যায়। এমনকি শুভেন্দু অধিকারীর এই সভার জন্য পাল্টা তৃণমূলও জায়গায় জায়গায় সভা করতে শুরু করে। বিজেপি জেলা সহ-সভাপতি শ্যামল রায় জানিয়েছেন, কলিগ্রামে যে মাঠে সভা করার কথা ছিল সেই ব্যক্তিগত মাঠের মালিকানা রয়েছে ৪জনের। তাঁরা প্রথমে এই সভা করার জন্য সম্মতিও জানিয়েছিলেন। তারপরেই তাঁরা প্রস্তুতি শুরু করে দেন। এরপর হঠাতই ওই ৪জনের মধ্যে একজন শরিক সভা করার জন্য অনুমতি দিতে রাজী হননি। এরপরই পুলিশ ওই মাঠে সভা করার জন্য প্রয়োজনীয় অনুমতি দেয়নি। বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীররঞ্জন সাউ জানিয়েছেন, কলিগ্রামের মাঠ বাতিল হওয়ার পর পুলিশ তাঁদের দেওয়ানদিঘীতে বিদ্যাসাগর স্কুলের মাঠে সভা করার পরামর্শ দেয়। যথারীতি তাঁরা এরপর বিদ্যাসাগর মাঠে সভা করার প্রস্তুতি শুরু করে দেন। শুরুও হয়ে যায় মঞ্চ বাঁধার কাজ। কিন্তু মঙ্গলবার পুলিশ এই মাঠেও সভা করার জন্য প্রয়োজনীয় অনুমতি দেয়নি। ফলে কার্যত বাতিলই হল বৃহস্পতিবারের সভা। সুধীরবাবু অভিযোগ করেছেন, পুলিশ তৃণমূলের কথায় এই সভা বানচাল করেছে। যদিও তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার না হলেও এরই মধ্যে বর্ধমানে শুভেন্দু অধিকারীর সভা হবেই। তাঁরাও বিকল্প দেখছেন। এদিকে, শুভেন্দু অধিকারীর এই সভা বাতিলকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানউতোর। আসানসোলে শুভেন্দু অধিকারীর সভায় কম্বল বিতরণকে কেন্দ্র করে ৩জনের মৃত্যুর ঘটনার জেরেই এই সভা বাতিল হল কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে। Several satirical hoardings have been put up in Burdwan toen targeting BJP MLA Suvendu Adhikari অন্যদিকে, মঙ্গলবার বর্ধমান শহরে শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যাঙ্গাত্মক ফ্লেক্সকে ঘিরে নতুন করে চাঞ্চল্য শুরু হয়েছে। এদিন বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে এবং বীরহাটায় শুভেন্দু অধিকারীর কার্টুন ছবি দিয়ে নিরুদ্দেশ সংবাদ নামে বিশাল ফ্লেক্স দিয়েছে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সেল। ২৪ ঘণ্টার মধ্যে এই ফ্লেক্স না সরিয়ে ফেললে বিজেপিও পাল্টা তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে ফ্লেক্স দেবে বলে হুঁশিয়ারী দিয়েছে। শুভেন্দু অধিকারীর কার্টুন ছবি দিয়ে ফ্লেক্সে লেখা হয়েছে এমন কোনও ব‌্যক্তিকে খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন। ফ্লেক্সে লেখা হয়েছে – রুপ- দেখতে গোলগাল, নাদুসনুদুস। মেরুদণ্ড নেই। গলায় গেরুয়া উত্তরীয়। ঠিকানা – বাড়ি কাঁথিতে। অসুখ – ভোট এলেই লাইট বন্ধ করে দেন। নিয়মিত দুশো দুশো চিত্কার করে মধ্যরাতে ঘুম থেকে উঠে পড়েন। অকারণ ভাট বকতে ভালোবাসেন। ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দেন, তারপর লজ্জাবতী হয়ে মুখ লুকান। ক্যামেরায় ঠোঙা মুড়িয়ে ঘুষ নিতে দেখা যায়। বিশেষ চিহ্ন – অভিষেক শব্দটি শুনলে দাঁত খিঁচিয়ে কামড়াতে আসেন। বেগম বেগম করে হেঁচকি তোলেন। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলে বিরোধিতা করেন, কিন্তু গ্যাসের দাম বাড়লে চুপ থাকেন। এদিকে, এই পোষ্টার দেওয়ার ঘটনায় বিজেপি নেতা শ্যামল রায় জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে এই ফ্লেক্স তৃণমূল না সরালে বর্ধমান শহর জুড়ে পাল্টা তাঁরাও অভিষেকের নামে ফ্লেক্স টাঙাবেন। Several satirical hoardings have been put up in Burdwan toen targeting BJP MLA Suvendu Adhikari

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *