বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা দেশ জুড়ে সোমবার দোল উৎসব পালিত হলেও বর্ধমানে পালিত হবে পরের দিন মঙ্গলবার। রাজ আমল থেকে চলে আসা এই নিয়মের অনেক ফাঁক ফোকর বা ব্যতিক্রম ঘটনা বাড়তে থাকলেও মোটামুটি এই নিয়ম এখনও চলছে বর্ধমান জুড়ে। যদিও শনিবার থেকেই বসন্ত উৎসব শুরু হয়ে গেল শহরের আনাচে কানাচে। এদিন বর্ধমান টাউন হলে সমাজের সাথী এবং সময়ের সাথী পত্রিকার যৌথ উদ্যোগে আয়োজিত হল বসন্ত উৎসব। প্রায় পাঁচশোরও বেশি শিল্পী এই উৎসবে অংশ নিয়েছেন। যার মধ্যে শিশু থেকে বৃদ্ধ সকলেই রয়েছেন। সমাজের সাথী পত্রিকার সম্পাদক দুরন্ত নাগ জানিয়েছেন, প্রায় ২৬টি নৃত্য সংগঠন এদিন তাঁদের টিম নিয়ে অংশ নিয়েছে এই উৎসবে।