E Purba Bardhaman

পূর্ব বর্ধমান জেলায় পালিত হল ১২ তম জাতীয় ভোটার দিবস

The 12th National Voters' Day was celebrated in Purba Bardhaman district.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সারা দেশের পাশাপাশি মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হল ১২ তম জাতীয় ভোটার দিবস। জেলার জাতীয় ভোটার দিবসের মূল অনুষ্ঠানটি হয় বর্ধমান উন্নয়ন সংস্থার অরবিন্দ সভাঘরে। উপস্থিত ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, মহকুমা শাসক-সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বেশ কয়েকজন নতুন ভোটারকে ভোটার কার্ড ও গোলাপফুল তুলে দেওয়ার পাশাপাশি ভোটার দিবসের শপথ বাক্য পাঠ করানো হয়। মূক-বধির ভোটারদের জন্য সাংকেতিক ভাষার মাধ্যমে শপথ বাক্য পাঠ করানো হয়। এদিন ডিজিটাল ভোটার কার্ডের আবেদন করার সঙ্গে সঙ্গে এক ভোটারের হাতে নতুন ভোটার কার্ড তুলে দেওয়া হয়। জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জানিয়েছেন, এবার ভোটার দিবসের মূল শ্লোগান “নির্বাচন হোক সর্বব্যাপী, সুগম এবং অংশগ্রহণমুলক”।

জেলাশাসক জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলায় বর্তমান ভোটার সংখ্যা চল্লিশ লক্ষ চুরাশি হাজার তিনজন (৪০, ৮৪, ০০৩)। এর মধ্যে মহিলা ভোটার কুড়ি লক্ষ ষোলো হাজার আটশো অষ্টআশি জন (২০, ১৬, ৮৮৮), পুরুষ ভোটার কুড়ি লক্ষ সাতষট্টি হাজার ছাব্বিশ জন (২০, ৬৭,০২৬), তৃতীয় লিঙ্গের ভোটার ৮৯ জন এবং সার্ভিস ভোটার ৩,৮৬৩ জন। বর্তমান ভোটার তালিকা অনুযায়ী ১৮ থেকে ১৯ বছরের নতুন ভোটার এক লক্ষ সাত হাজার তিনশো এগারো জন (১,০৭,৩১১)। জেলাশাসক জানিয়েছেন, বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী ২০২২ অনুযায়ী পূর্ব বর্ধমান জেলায় চুরানব্বই হাজার সাতশো নিরানব্বই জন (৯৪,৭৯৯) নতুন ভোটারের নাম নথীভুক্ত করা হয়েছে। তিপ্পান্ন হাজার একষট্টি জন (৫৩,০৬১) ভোটারের তথ্যাবলী সংশোধন করা হয়েছে। রিপিটেড, মৃত এবং স্থানান্তরিত হওয়ার জন্য বিয়াল্লিশ হাজার দুশো একচল্লিশ জন (৪২, ২৪১) ভোটারের নাম তালিকা থেকে বাতিল করা হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলার ভোটার জনসংখ্যা অনুপাত ০.৭৪ এবং এক হাজার জন পুরুষের অনুপাতে মহিলা ভোটার সংখ্যা ৯৭৬ জন।

Exit mobile version